পুজো আসছে, তাই ফ্যাশনে চাই নতুন চমক। শুধু জামাকাপড়ে ফ্যাশন রাখলেই তো হল না। বাহার চাই গয়নাতেও। তবে এই ব্যপারে যেন একটু পিছিয়ে পড়ে পুরুষরা!
সেই কানের চুম্বক দুল এবং হাতের বালা ছাড়া আর বেশি কিছুই পরেন না তাঁরা। এ দিকে আজকাল কার ফ্যাশন ট্রেন্ডে কিন্তু গলার হারের চল ভালই। কিন্তু কোন হার পরলে আপনাকে ভাল মানাবে? রইল টিপস।
সোনার চেন: ছেলেদের সোনার হারের কথা উঠলেই প্রথমে মাথায় আসে বাপ্পি লাহিড়ীর কথা। গলায় ইয়া মোটা মোটা সোনার হার। অত মোটা না হলেও আপনি গলায় কিন্তু একটি সোনার চেন রাখতেই পারেন। বিশেষ করে অষ্টমীর সকালে পাঞ্জাবির সঙ্গে একটি সোনার চেন গলায় থাকলে কিন্তু আপনাকে মানাবে দারুণ।
সোনার হার: শুধু চেন নয় সোনার হারেও কিন্তু আপনাকে মানাতে পারে বেশ। তবে হারের নকশা বাছার ক্ষেত্রে একটু সর্তক থাকুন। বিশেষ করে শেকলের মতো দেখতে হার কিন্তু দারুণ মানায় পুরুষকে।
রুপোর হার: যদি হতে চান দুষ্টু ছেলে, তা হলে আপনার ফ্যাশনে রাখুন রুপোর চেন। মোটা রুপোর চেন সঙ্গে টি শার্ট বা শার্ট। খুলে রাখতে পারেন শার্টের বুকের বোতামটিও। ব্যস তা হলেই আপনি হিট। ‘ব্যাড বয়’ লুক পছন্দ হলে আপনিও পুজোর সাজে রাখুন এই লুক।
রুপোর চেন: কেবল মোটা হার নয়। রুপোর হারেও কিন্তু বেশ সুন্দর লাগে পুরুষকে। সঙ্গে যদি থাকে একটি লকেট ব্যস কথাই নেই।
মুক্তোর হার: মুক্ত যে শুধু মেয়েদের মানায় এমনটা নয়। বরং আপনাকে দেখাবে দারুণ। শেরওয়ানি উপর দিয়ে পরতে পারেন মুক্তোর হার। হারটি কিন্তু হতে পারে লম্বা একটি হার, বা তিন চারটি স্তর বিশিষ্ট।
লম্বা হার: ছোট হার পছন্দ না হলে ভাবতে পারে লম্বা হারের কথাও। শাহিদ কাপুরের মতো আপনিও পরতে পারেন পেটের কাছ অবধি লম্বা একটি হার। তাতে রাখুন একটি ছোট লকেট। তবে হ্যাঁ, গলার হারটিকে কিন্তু জামার উপরে বার করে রাখতে ভুলবেন না।
একাধিক হার একটি নয়, গলায় রাখুন একের বেশি হার। ‘বাস্তব’ সিনেমার সঞ্জয় দত্তকে মনে আছে তো? সোনার হার সঙ্গে বড় গোল লকেট। পাশাপাশি রুপোর হার তাতেও রয়েছে চওড়া লকেট।
বড় লকেট যুক্ত হার: মুক্তোর তৈরি হার সঙ্গে একটি বড় লকেট। তাতে নানা ধরনের নকশা করা। খালি গায়ে হোক বা কোর্ট পরে, সুঠাম চেহারা হলে এই লুকেই বাজিমাত করতে পারেন আপনি। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।