পুজোয় কলকাতায় থেকেই চিন ঘুরে আসুন।
চিনের সাজে সেজে উঠছে এ বারের বি জে ব্লকের পুজো। ৩৫ বছরে পদার্পণের সন্ধিক্ষণে তাদের উপস্থাপনা ‘মৃন্ময়ী মা এ বার চিন্ময়ী মা’। পুজো প্রাঙ্গনের মাঝখানে থাকছে চিনা উপজাতির সৌভাগ্যের প্রতিক ‘হুলু’। আর যদি এই আমেজে ইচ্ছে করে চিনা খাবারের আস্বাদ নিতে, তা হলেও যেতে হবে না বেশি দূরে। পুজো প্রাঙ্গণ ঘিরেই থাকবে ইন্দো-চায়না খাবারের অঢেল আয়োজন। পুজো উদ্যোক্তা উমাশঙ্কর ঘোষ দস্তিদারের কথায়, এ বার পুজোয় চাইনিজ সংস্কৃতির আবহে ভাসতে আপনাকে আসতেই হবে বি জে ব্লকের পুজোতে। মৃন্ময়ী মায়ের রূপের আলোতে চিনের সংস্কৃতির ছোঁয়ায় দেখে নিন বি জে ব্লকের ৩৫ পুজোর খুঁটিনাটি।