পুজোর আগে বিদেশ মাতাতে চলেছেন বঙ্গতনয়া, চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের কন্যা উজান।
বঙ্গের নবীন প্রজন্মের প্রতিভাময়ী তারকা গায়িকাদের মধ্যে অন্যতম হলেন তিনি। পুজোর আগেই টানা এক মাসের জন্য গানের তালে মাতিয়ে তুলতে উড়ে যাচ্ছেন ব্রিটিশ-ভূমির দিকে।
'কানেক্ট ইন্ডিয়া' নামে এক সংস্থার আমন্ত্রণে এক মাস ধরে ইংল্যান্ডের নানা প্রান্তে অনুষ্ঠানের পর অনুষ্ঠানে গান গাইবেন উজান। উজান তাঁর ছোটবেলা থেকেই বাড়িতে পেয়েছেন সাংস্কৃতিক পরিবেশ। মা রেশমি মুখোপাধ্যায়ের কাছেই তাঁর গানের তালিমের শুরু। পরে পাঠ নিয়েছেন গুরু সুমন্ত সারেঙ্গির কাছে।
আনন্দবাজার অনলাইন-কে উজান বলছেন, ‘ইংল্যান্ডের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শো হবে। গত এক বছর ধরে এই অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছিল। ম্যাঞ্চেস্টারে তিন-চারটে শো আছে। কয়েকটা শো লন্ডনে হবে। ধীরে ধীরে এ সব শো-র পোস্টার বেরোবে।’ এই বিলেত-সফরে একক গায়িকা হিসেবেই যাচ্ছেন উজান। তাঁর ভরসা ট্র্যাক মিউজিক। তিনি বলছেন, ‘প্রায় এক বছর ধরে আমাদের ট্র্যাকগুলি তৈরি করা হয়েছে। আমার ট্র্যাক বানিয়েছেন মৈনাক চাকি।’
এখানেই থামছেন না উজান। বলছেন, ‘এরকম একটা সুযোগ পাওয়ায় আমি ভীষণ খুশি।। দেশের ভেতর আমি বাংলা, হিন্দি, ইংরেজি সব ধরনের গান গাই। কিন্তু ইংল্যান্ডে এবার আমি বাংলা আর হিন্দি গানই গাইব। বিদেশের শো-য়ে বাংলা গান গাইব ভেবে আরও বেশি ভাল লাগছে। এই সফরে আমাকে যাঁরা আমন্ত্রণ জানিয়েছেন, তাঁদের বেশিরভাগ ভারতীয় অথবা দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ। তাই গোটা ব্যাপারটায় একটা ভারতীয় ছোঁয়া থাকছেই।“
সিনেমায় তাঁর সঙ্গীত পরিচালনার কথা উঠলে উজান বলছেন, ‘আমাকে এখনও অনেক শিখতে হবে। আগে নিজে তৈরি হই, তার পর এ নিয়ে ভাবব। তবে কয়েক মাস পরেই আমার নিজের কিছু গান বেরোবে। সেখানে আমার রাজনৈতিক মনটাও ধরা পড়বে।"
এ সবের মধ্যেই উজান বললেন, প্রিয় মানুষটার সঙ্গে তিনি কী ভাবে কাটাবেন পুজো! উজান বলছেন, ‘এখন তো সবটাই সিচুয়েশনশিপ। সেই মানুষটার সঙ্গেও উদযাপন করব এই সাফল্য। আপাতত সে শহরেই আছে। এখনই হয়তো যেতে পারি কোথাও। কিন্তু পুজোতে এক সঙ্গে থাকতে পারব কি না ঠিক নেই।’
আর পুজোর পরিকল্পনা? উজান বলছেন, ‘সেটা ক্রমশ প্রকাশ্য। তবে পুজোতেও থাকছে বিশেষ চমক। সেটা এখনই বলে রাখলাম!’
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।