Durga puja memory of Actor Arjun Chakraborty

সৃজা আর আমার ম্যাডক্স স্কোয়্যারে দেখা হওয়াটাই ছিল পুজো প্রেম, ও ভেবেছিল হঠাৎ দেখা! লিখলেন অর্জুন চক্রবর্তী

আমাদের পাড়া ছিল গল্ফ গার্ডেনে। দাদা (গৌরব চক্রবর্তী) আর আমি আমাদের পাড়ার বন্ধু-বান্ধবদের নিয়ে পাড়ায় খুব মজা করতাম পুজোয়। পুরো পরিবার একসঙ্গে পুজো কাটাতাম। সেই মুহূর্তগুলোই সে সময়কার পুজোর সেরা স্মৃতি।

Advertisement

অর্জুন চক্রবর্তী

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১২:৪০
Share:

অভিনেতা অর্জুন চক্রবর্তী

সৃজা আর আমার ম্যাডক্স স্কোয়্যারে দেখা হওয়াটাই ছিল পুজো প্রেম, ও ভেবেছিল হঠাৎ দেখা! লিখলেন অর্জুন চক্রবর্তী

Advertisement

বাবার চিরকালই অসম্ভব বন্যপ্রাণী ও জঙ্গলের প্রতি আকর্ষণ। তাই প্রতি পুজোয় আমাদের নিয়ে বাবা (সব্যসাচী চক্রবর্তী) বেরিয়ে পড়তেন জঙ্গলের ছবি তুলতে। খুব ছোটবেলায় তাই কলকাতার পুজো সে ভাবে দেখা হয়নি। সেই সময়টা মনে হয় সব থেকে সুন্দর ছিল।

এরপর যখন আর একটু বড় হতে শুরু করলাম, আমাদের পাড়া ছিল গল্ফ গার্ডেনে। দাদা (গৌরব চক্রবর্তী) আর আমি আমাদের পাড়ার বন্ধু-বান্ধবদের নিয়ে পাড়ায় খুব মজা করতাম পুজোয়। পুরো পরিবার একসঙ্গে পুজো কাটাতাম। সেই মুহূর্তগুলোই সে সময়কার পুজোর সেরা স্মৃতি।

Advertisement

পুজোয় ম্যাডক্স স্কোয়্যারে আমি আর সৃজা এক বার দেখা করেছিলাম। আমাদের প্রেম সবে শুরু হচ্ছে তখন। সৃজা ভেবেছিল, হঠাৎ করেই হয়তো ওর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। ব্যাপারটা কিন্তু আদপেই সে রকম ছিল না। বরং পুরোটাই বানানো, গোছানো ছিল।

এ বারের পুজোয় আমি আমার আবাসনের পুজোতেই থাকব। প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দেব। আর প্রতি বারের মতো পরিবারের সঙ্গে সময় কাটাব তো অবশ্যই।

এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement