পুজো শেষ। দেশের পুজোর মণ্ডপে লক্ষ্মীর মূর্তি। বিদেশে বাঙালি সন্তানদের পুজোয় তো আরওই। এ কথা নতুন করে বলার কিছু নেই। আমেরিকার নিউ ইর্য়কের ওয়াপিংগার্স জলপ্রপাতের পুজো। চলুন এঁদের গল্প বলি।
সপ্তাহের শেষে এখানে শুক্রবার থেকে রবিবারের মধ্যে পুজো করা হয়। নদীর ধারে শহরে ৩০ বছরের বেশি সময় ধরে পুজো হয়ে আসছে এখানে। কুমারটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে আগেই। সেই প্রতিমাই প্রতি বছর পুজো হয়।
প্রতিমা বির্সজন করা দেওয়া হয় না। পরের বছরের জন্য সংরক্ষণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকেই এক জন পুজোতে পুরোহিতের দায়িত্ব পালন করেন। পঞ্জিকা অনুযায়ী পুজো না হলেও, আচার-অনুষ্ঠানের কোনও খামতি রাখা হয় না।
পুজোর দিনগুলি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।স্থানীয় শিল্পীদের নিয়ে গানের আয়োজন থাকে। আয়োজকদের পক্ষ এই বছর একটি বাংলা নাটক লেখা হয়েছিল। সেই নাটক অভিনয়ও করা হয়েছে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।