নেদারল্যান্ডসের দুর্গাপুজো
এ বছর দক্ষিণ নেদারল্যান্ডসের হেগ শহরে উদযাপিত হল ‘কল্লোল’-এর দুর্গাপুজো। এটি নেদারল্যান্ডসের প্রাচীনতম পুজো। এই দূর প্রবাসে ২০১০ সাল থেকে এই পুজো করে আসছে কল্লোল পুজো কমিটি। কল্লোলের এই উদযাপন যে শুধু মাত্র নেদারল্যান্ডসের প্রথম পুজো, তা-ই নয়। চার দিনের এই শারদোৎসবে সমস্ত আচার-বিচার, রীতি-নীতি পালন করা হয় দেশের নিয়ম মেনেই।
চার দিনে প্রায় ১৫০০ দর্শনার্থী ভিড় করেন সেখানে। কব্জি ডুবিয়ে রকমারি বাঙালি পদ সহকারে পেটপুজোও করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, ধুনুচি নাচ, স্ট্রিট ফুডের স্টল, সব মিলিয়ে একেবারে জমজমাট পট বয়লার যাকে বলে!
প্রতি বছর ভারতের রাষ্ট্রদূত কল্লোলের এই পুজো উদ্বোধন করতে মণ্ডপে উপস্থিত হন। চার দিনব্যাপী এই জমজমাটি পুজো ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে হয়ে ওঠে এক সাংস্কৃতিক আদান-প্রদানের প্রতীক। আর সেই দেশের বাঙালিদের কাছে নিজেদের শিকড়ের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ হয়ে ওঠে এই উৎসব।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।