Durga puja 2018

আপন হতে বাহির হয়ে…

আমাদের পুজো এ বার ৩৩ বছরে পড়ল। বেঙ্গলিঅ্যাসোসিয়েশনঅ্যান্টপ হিল ওয়াডালার এই কেন্দ্রীয় সরকারি কর্মচারী আবাসনের সেক্টরফোরেরপুজোয় প্রতিমা সাবেক, একচালার।

Advertisement

পূর্বা শূর

অ্যান্টপ হিল,ওয়াডালা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ২০:২০
Share:

ওয়াডালার পুজো।

আমাদের পুজো এ বার ৩৩ বছরে পড়ল। বেঙ্গলিঅ্যাসোসিয়েশনঅ্যান্টপ হিল ওয়াডালার এই কেন্দ্রীয় সরকারি কর্মচারী আবাসনের সেক্টরফোরেরপুজোয় প্রতিমা সাবেক, একচালার।

Advertisement

বাঙালির চিরাচরিত সাবেক রীতি মেনে পুজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই সন্ধেনাচেগানে জমিয়ে রাখবেন স্থানীয় শিল্পীরা আর এক সন্ধে বাইরে থেকে আমন্ত্রিত শিল্পীদের। কিন্তু পুজো তো শুধু আমাদের নয়, মানুষের জন্য কিছু কাজ করতে না পারলে এত আড়ম্বরের আর মানে কী?তাই প্রতি বছরই আমরা কিছু সামাজিক কাজ করে থাকি।

এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। গত বছরের মতো এ বারও প্রতিবন্ধী স্কুলের পড়ুয়াদের ঠাকুর দেখানো ও ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে।পুজো মানেই যে সবার সঙ্গে যুক্ত হওয়া আর আত্মকেন্দ্রিকতা ভেঙে বেরিয়ে আসার আনন্দ।

Advertisement

আরও পড়ুন: বাহরিনের বাহারি পুজো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement