Sudip Bandyopadhyay

মমতা দুর্গার মতো দশ হাতে সামলান সব, আপ্লুত নয়না

ভুবনেশ্বর হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে। সব কিছু ঠিক থাকলে, জামিনের সেই নির্দেশ সিবিআই-এর বিশেষ আদালত, নিম্ন আদালত, জেল এবং হাসপাতাল ঘুরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছাড়া পেতে পেতে শনিবার রাত হয়ে যেতে পারে। তার পরে তাঁকে কলকাতায় আনা হবে কি না তা এখনও নিশ্চিত নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ১৪:১৫
Share:

নয়না বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

ভুবনেশ্বর হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে। সব কিছু ঠিক থাকলে, জামিনের সেই নির্দেশ সিবিআই-এর বিশেষ আদালত, নিম্ন আদালত, জেল এবং হাসপাতাল ঘুরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছাড়া পেতে পেতে শনিবার রাত হয়ে যেতে পারে। তার পরে তাঁকে কলকাতায় আনা হবে কি না তা এখনও নিশ্চিত নয়।

Advertisement

এ দিন সকালেই কলকাতা থেকে ভুবনেশ্বর পৌঁছেছেন সুদীপের স্ত্রী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকালে রওনা দিয়েও রাতভর তিনি বিমান বিভ্রাটে আটকে ছিলেন। ভুবনেশ্বর পৌঁছেই তিনি প্রথমে অ্যাপোলো হাসপাতালে যান। সুদীবকে কলকাতায় আনার ব্যাপারে নয়না জানান, চিকিত্সকদের পরামর্শ মতোই সমস্তটা হবে। ভুবনেশ্বর বা কলকাতা, তাঁরা যেখানে বলবেন সেখানেই চিকিত্সার জন্য সুদীপকে রাখা হবে। নয়না বলেন, ‘‘সুদীপ খুবই অসুস্থ। জামিনের পর আজই প্রথম দেখা হবে। ফোনেও কথা হয়নি। কথা বলতে হবে চিকিত্সকদের সঙ্গেও। বর্তমানে ওর শারীরিক পরিস্থিতি কেমন, সেটা আগে জানতে হবে।’’

রোজ ভ্যালি কাণ্ডে চলতি বছরের জানুয়ারির ৩ তারিখে কলকাতায় সিজিও কমপ্লেক্সে জেরার পর সুদীপকে গ্রেফতার করেছিল সিবিআই। সে দিন রাতেই তাঁকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কিছু দিন সিবিআই হেফাজতে থাকার পরে জেলে যান তিনি। সেখানে অসুস্থ হয়ে প্রথমে জেল হাসপাতাল ও পরে অ্যাপোলোয় ভর্তি হন। গ্রেফতার হওয়ার ১৩৬ দিন পরে জামিন পেলেন তিনি। আর এই গোটা সময়টা জুড়ে তৃণমূল বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে ছিল বলে নয়নার দাবি। তিনি বলেন, ‘‘তৃণমূলের কোনও একাংশ, দুই অংশ নেই। গোটাটাই একটা পরিবার। তার মাথায় রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মা দুর্গার মতো দশ হাতে কাজ করছেন। গোটা পরিবার আমার পাশে ছিল।’’ দল পাশে না থাকলে এই লড়াই তাঁর পক্ষে লড়া সম্ভব হত না। তাঁর কথায়, ‘‘হৃদয় খুলে তো দেখানে যায় না, আমি দলের কাছে কৃতজ্ঞ।’’

Advertisement


স্বস্তি: সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখন। —নিজস্ব চিত্র।

সুদীপের জামিন মেলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন নয়না। সুদীপের শারীরিক অবস্থা নিয়ে মমতা চিন্তিত। নয়নার কাছে তা নিয়ে উদ্বেগও জানিয়েছেন তিনি। এর আগে জামিন মেলার পরেই মমতা জানিয়েছিলেন, এই ক’মাসে সুদীপের ওজন ২০-২৫ কিলোগ্রাম কমে গিয়েছে। কলকাতা ফিরে এসে তিনি কিছু দিন বিশ্রাম নেবেন। যদিও সুদীপ কলকাতা কবে ফিরবেন, সে ব্যাপারে নয়না কিছুই জানাননি।

ভুবনেশ্বর হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ সিবিআই জামিন খারিজ চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে যাবে বলে জানা গিয়েছে। তাদের অভিযোগ, সুদীপ ঠিক ততটা অসুস্থ নন। বেসরকারি হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে কী করে হাইকোর্ট মিন দিল, সে প্রশ্নও তোলা হবে সুপ্রিম কোর্টে। তবে তা নিয়ে মোটেও ভীত নন নয়না। তাঁর মাথাব্যথা আপাতত সুদীপের শরীর, চিকিত্সক এবং আইনজীবীদের নিয়ে। তিনি বলেন, ‘‘আদালতের মনে হয়েছে, তাই জামিন দিয়েছে। যে কেউ যেখানে খুশি যেতে পারে। আমার কোনও ভয় নেই। বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলব না।’’

সুদীপ জামিন পাওয়ার পরে এ বার তাপস পালও জামিন পাবে বলে তাঁর ঘনিষ্ঠরা আশাবাদী। এ দিন নয়না বলেন, ‘‘তাপসদাও খুব অসুস্থ। বৌদির (নন্দিনী পাল) সঙ্গে দেখা হয়। ওঁর মুখেই শুনেছি, তাপসদা ভাল নেই।’’

আরও পড়ুন
অসুস্থ বলে সুদীপকে জামিন ভুবনেশ্বর হাইকোর্টের

ভুবনেশ্বর হাইকোর্টের এই রায়ে ক্ষুব্ধ সিবিআই জামিন খারিজ চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। সিবিআইয়ের অভিযোগ— যতটা বলা হচ্ছে, সুদীপ ততটা অসুস্থ নন। একটি বেসরকারি হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে কী করে হাইকোর্ট তাঁকে জামিন দিল, সে প্রশ্নও সুপ্রিম কোর্টে তোলা হবে। শুক্রবার হাইকোর্ট তিনটি শর্তে জামিন দিয়েছে সুদীপকে। এক, দু’জন ব্যক্তি মিলিয়ে ২৫ লক্ষ টাকার জামিনদার লাগবে। দুই, পাসপোর্ট জমা দিতে হবে এবং কলকাতার বাইরে যেতে পারবেন না সুদীপ। তিন, তিনি মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement