Advertisement
১১ নভেম্বর ২০২৪
Taliban

চোখের বদলে চোখ! খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত দুই অপরাধীকে প্রকাশ্যে গুলি করে মারল তালিবান

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড দেখতে গজনি শহরের হাজার হাজার মানুষ ওই স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও।

—ফাইল চিত্র ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৯
Share: Save:

খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিল আফগানিস্তানের তালিব সরকার। বৃহস্পতিবার পূর্ব আফগানিস্তানে ঘটনাটি ঘটেছে। গজনি শহরের একটি ফুটবল স্টেডিয়ামে ওই দুই অভিযুক্তকে গুলি করে ঝাঁঝরা করে দেয় আফগানিস্তানের পুলিশ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই অপরাধীকে গুলি করার আগে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদার স্বাক্ষরিত একটি মৃত্যু পরোয়ানা জোরে জোরে পড়েন সে দেশের সর্বোচ্চ আদালতের এক কর্তা। এর পর একটি ফুটবল স্টেডিয়ামে নিয়ে গিয়ে তাঁদের গুলি করা হয়।

আফগানিস্তানের সর্বোচ্চ আদালতের ওই কর্তা আতিকুল্লাহ দারবিশ বলেন, ‘‘ওই দুই ব্যক্তিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালতে দু’বছর বিচার চলার পর তাঁদের মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়।’’ খুনের সাজা হিসাবেই তাঁদের প্রকাশ্যে গুলি করে মারার সাজা শোনানো হয় বলেও তিনি জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড দেখতে গজনি শহরের হাজার হাজার মানুষ ওই স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও।

অন্য বিষয়গুলি:

Taliban regime Taliban 2.0 Execution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE