Advertisement
০৯ মে ২০২৪
Coronavirus

Covid-19: ফের সংক্রমণ বাড়ছে চিনে, বেজিংয়ে শপিং মল বন্ধ করে আটক ক্রেতা এবং‌ কর্মীদের

সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, করোনার ডেল্টা প্রজাতিই সংক্রমণের নতুন ঢেউয়ের জন্য দায়ী।

ফের কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে চিনে।

ফের কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে চিনে। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৭:৩৯
Share: Save:

করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির হানায় ফের সংক্রমণের লেখচিত্র ঊর্ধ্বমুখী হয়েছে চিনে। এই পরিস্থিতিতে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে রাজধানী বেজিং-সহ বিভিন্ন এলাকায়।

চিন সরকার বৃহস্পতিবার বেজিংয়ে একটি শপিং মল বন্ধ করে দিয়েছে। বন্ধ করা হয়েছে একাধিক আবাসনও। সেখানকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দি করা হয়েছে। সরকারি সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার সকালে বেজিংয়ে ছ’টি নতুন সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। সেই সূত্রেই নতুন করে শুরু হয়েছে কড়াকড়ি।

বৃহস্পতিবার বেজিংয়ের ওই শপিং মলটি বন্ধ করার সময় সেখানে যে কর্মী এবং ক্রেতারা হাজির ছিলেন তাঁদের আটক করে বিচ্ছিন্নবাসে পাঠানো হয়। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষার পরে তাঁদের ছাড়া হবে।

প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে ফের লকডাউন শুরু করা হয়েছে চিনের একাধিক কাউন্টিতে। সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, করোনার ডেল্টা প্রজাতিই সংক্রমণের নতুন ঢেউয়ের জন্য দায়ী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID-19 China corona Quarantine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE