ইরান এবং ইজ়রায়েল সংঘাত থামাতে কি সাহায্যের প্রয়োজন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে নাকি এমনই প্রস্তাব দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! যদিও রাশিয়ার সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলেই জানান মার্কিন প্রেসিডেন্ট। উল্টে পুতিনকেই পাল্টা সাহায্য করার কথা জানান ট্রাম্প!
গত ১৩ জুন থেকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে যুদ্ধ চলছে। হামলা, পাল্টা হামলায় তপ্ত পশ্চিম এশিয়া। দুই দেশের সংঘাত নিয়ে প্রথম থেকেই সরব ট্রাম্প। ইজ়রায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে যুদ্ধের রাস্তা থেকে সরে আসার কথা বলেন তিনি। নরমে-গরমে তিনি বুঝিয়ে দেন, অবিলম্বে যদি ইরান যুদ্ধ বন্ধ না করে তবে পরিণতি খারাপ হবে! ইরানও নিজেদের অবস্থানে অনড় ছিল। সেই প্রেক্ষাপটে রবিবার ভোরে (ভারতীয় সময়) ইরানের তিন পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা। পরের দিন রাতেই কাতারে মার্কিন সেনাঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প জানান, ইরান এবং ইজ়রায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে! আর এই যুদ্ধবিরতির জন্য যে তাঁর কৃতিত্ব কম নয়, তা বুঝিয়েও দেন ট্রাম্প।
তবে পশ্চিম এশিয়ার দুই দেশের সংঘাত থামাতে নাকি তাঁকে সাহায্য করতে চেয়েছিলেন পুতিন, এমনই জানান ট্রাম্প। নেটোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ভ্লাদিমির (পুতিন) আমাকে ফোন করেছিলেন। তিনি বলেন, আমি কি আপনাকে ইরানের ব্যাপারে সাহায্য করতে পারি? আমি জানিয়েছিলাম, ইরানের ব্যাপারে কোনও সাহায্যের প্রয়োজন নেই।’’ ট্রাম্প আরও জানান, তিনি পুতিনকে বলেন, ‘‘আপনার ব্যাপারে বরং আমায় সাহায্য করতে হবে!’’
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে বার বার ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেছেন। এই নিয়ে পুতিনের সঙ্গে একাধিক বার ফোনে কথাও হয় তাঁর। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সমাধানসূত্র বার হয়নি। থামেনি দুই দেশের মধ্যে যুদ্ধও। সেই আবহে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে তিনি একটি চুক্তি করতে চান। তবে সেই চুক্তি কী বিষয়ে তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। হতে পারে সেই চুক্তি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত, আবার আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোনও বাণিজ্যচুক্তিরও সম্ভাবনা রয়েছে!
আরও পড়ুন:
ইরান-ইজ়রায়েল সংঘাতের আবহে পুতিন বার বারই যুদ্ধ বন্ধের কথা বলেছেন। এই ব্যাপারে ইরানের একাধিক শীর্ষ কর্তার সঙ্গে কথাও বলেন তিনি। তবে কখনওই ইরানকে সরাসরি সাহায্য করতে রাজি ছিলেন না পুতিন। যদিও ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলার তীব্র নিন্দা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ইরান ও ইজ়রায়েলের যুদ্ধ থামাতে সাহায্য করতে চেয়েছিলেন পুতিন!
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
পরমাণুঘাঁটি দেখতে দিচ্ছে না, দাবি করে ট্রাম্প জানালেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয় ইরান
-
পারস্য উপসাগরে গুচ্ছ গুচ্ছ মাইন! হরমুজ় প্রণালী বন্ধের চেষ্টা ইরানের? উদ্বেগে মার্কিন গোয়েন্দারা
-
আক্রমণ শুরু হতেই গায়েব বিশুদ্ধ ইউরেনিয়াম! আমেরিকাকে বোকা বানিয়ে পরমাণু বোমার ‘মশলা’ মজুত করে ফেলেছে ইরান?
-
ইজ়রায়েলে আবার হানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের! এ বার হামলা চালাল ইরানের বন্ধু এক জঙ্গিগোষ্ঠী
-
টেপ রেকর্ডার বিস্ফোরণ-‘ফিঁদায়ে’ হামলা! কী ভাবে বার বার মৃত্যুকে ফাঁকি দেন ইহুদিদের ‘হিটলিস্টে’ থাকা খামেনেই?