Advertisement
১০ জুন ২০২৪
Tehrik-i-Taliban

পাকিস্তানে জোড়া হামলা তেহরিক-ই-তালিবানের, খাইবার পাখতুনখোয়ায় নিহত ৮ পুলিশ এবং সেনা

বুধবার আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের লক্কি মারওয়াত এবং হিলাল খের এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান গোষ্ঠীর হামলায় পাক পুলিশ এবং সেনার আট সদস্য নিহত হন।

আফগানিস্তান সীমান্তে সক্রিয়তা বাড়ছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
পেশোয়ার শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২০:৪৮
Share: Save:

আফগানিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের আঁচ এ বার পাকিস্তানে। বুধবার আফগান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর হামলায় জোড়া হামলায় নিহত হয়েছেন প্রাদেশিক সশস্ত্র পুলিশ বাহিনীর ছ’জন সদস্য ও দুই সেনা জওয়ান।

স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের প্রায় ২০০ কিলোমিটার দূরে জেলাসদর লক্কি মারওয়াতের রাজপথে পুলিশ বাহিনীর টহলদার গাড়িতে অতর্কিতে হামলা চালায় ভিড়ে মিশে থাকা কয়েক জন তালিবান যোদ্ধা। স্বয়ংক্রিয় রাইফেলের গুলিবৃষ্টির সামনে কার্যত প্রতিরোধের কোনও সুযোগই পাননি নিহত পুলিশকর্মীরা।

অন্য দিকে, বুধবারই লাগোয়া খাইবার পাখতুনখোয়ার বাজাউর প্রদেশের হিলাল খের এলাকায় টিটিপি যোদ্ধাদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই পাক সেনার মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে পাক তালিবান। পাক সেনার তরফে অবশ্য নির্দিষ্ট ভাবে তালিবানের নাম করা হয়নি। তবে জঙ্গি হানায় দুই সেনার মৃত্যুর কথা জানিয়েছেন সেনা মুখপাত্র।

পাক সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণ করছে টিটিপি বিদ্রোহীরা। আমেরিকায় ড্রোন হামলায় নিহত জঙ্গিনেতা বায়তুল্লা মেহসুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বরাবরই পাক সরকারের বিরোধী। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে খুন করেছিল টিটিপি জঙ্গিরা। একাধিক অভিযান চালিয়েও তাদের বাগে আনতে পারেনি পাক সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE