Advertisement
১০ জুন ২০২৪
arrest

গ্রেফতার নেপালের প্রাক্তন স্পিকার

নেপালের কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাহারা। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন দেশের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
কাঠমান্ডু শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ০৮:৫৭
Share: Save:

সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল নেপালের সাংসদের নিম্নকক্ষের প্রাক্তন স্পিকার, কৃষ্ণ বাহাদুর মাহারাকে। কপিলাবস্তু থেকে গ্রেফতার করে বিমানে করে কাঠমান্ডুতে আনা হয়েছে তাঁকে।

নেপালের কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাহারা। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছিলেন দেশের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। আপাতত তাঁকে চার দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই তাঁকে জেরা করা হবে। প্রসঙ্গত, গত বছর ৬১ কিলোগ্রাম সোনা উদ্ধার হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল নেপালে। সে সময় বেশ কিছু মহলে সন্দেহ প্রকাশ করা হয় যে দেশে সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন বহু বর্ষীয়ান নেতা। এর পরেই তদন্ত শুরু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest Nepal Speaker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE