Advertisement
১০ জুন ২০২৪

ঘুষ-তদন্তে ডাক পড়ল রাহুলের

বিজেপি-র রাজ্য দফতরে গিয়ে দুই পুলিশ কর্মীর ঘুষ দিতে চাওয়ার অভিযোগের তদন্তে নেমে অভিযোগকারী রাহুল সিংহকে ডেকে পাঠাল পুলিশ।লালবাজার সূত্রের খবর, ঘুষ-কাণ্ডে অভিযুক্ত কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) দুই কর্মী— এএসআই শুভাশিস রায়চৌধুরী এবং কনস্টেবল আমিনুর রহমান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০৩:২৪
Share: Save:

বিজেপি-র রাজ্য দফতরে গিয়ে দুই পুলিশ কর্মীর ঘুষ দিতে চাওয়ার অভিযোগের তদন্তে নেমে অভিযোগকারী রাহুল সিংহকে ডেকে পাঠাল পুলিশ।

লালবাজার সূত্রের খবর, ঘুষ-কাণ্ডে অভিযুক্ত কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) দুই কর্মী— এএসআই শুভাশিস রায়চৌধুরী এবং কনস্টেবল আমিনুর রহমান। অভিযোগ পেয়েই তাঁদের সাসপেন্ড করা হয়। দু’টি পৃথক তদন্তও শুরু করে কলকাতা পুলিশ। একটি বিভাগীয় তদন্ত। যা করছেন ওই বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আর একটি তদন্ত করছেন ডিসি (সেন্ট্রাল) অখিলেশ চতুর্বেদী।

পুলিশ জানিয়েছে, বিভাগীয় তদন্তের জন্য বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুলবাবুকে লর্ড সিনহা রোডের এসবি অফিসে ডেকে পাঠানো হয়েছে। আজ, বুধবার বা কাল, বৃহস্পতিবার তাঁকে হাজির হয়ে নিজের অভিযোগের পক্ষে বলতে বলা হয়েছে। পুলিশের এক কর্তা জানান, নিয়ম অনুযায়ী ওই তদন্তে অভিযোগকারী রাহুলবাবুর পাশাপাশি দুই অভিযুক্তও থাকবেন। সেখানে দু’পক্ষই নিজেদের সমর্থনে সওয়াল করবেন। এটাই বিভাগীয় তদন্তের নিয়ম বলে পুলিশ জানিয়েছেন।

রাহুলবাবু জানান, তিনি বুধবারই এসবি অফিসে গিয়ে তদন্তে সহযোগিতা করবেন। তবে একই সঙ্গে তাঁর বক্তব্য, ‘‘বর্তমান পরিস্থিতিতে পুলিশের উপর আমাদের আস্থা নেই। তা সত্ত্বেও তারা যখন ডেকেছে, আমি যাব এবং সব তথ্য দেব।’’ লালবাজার অবশ্য জানিয়েছে, ডিসি-র প্রাথমিক তদন্ত রিপোর্টে অভিযোগের সত্যতা মিলেছে। তবে কেন ওই দুই অভিযুক্ত এই কাণ্ড করল, সেটা জানার চেষ্টা চলছে। বিভাগীয় তদন্তে ওই দুই পুলিশ কর্মী দোষী প্রমাণিত হলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে পুলিশ সূত্রের খবর।

প্রসঙ্গত, রাহুলবাবু এ বার বিধানসভা ভোটে জোড়াসাঁকো কেন্দ্রের প্রার্থীও বটে। তাঁর সমর্থনে আজ, বুধবার কর্মিসভা করবেন কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শ্যামপুকুরের বিজেপি প্রার্থী সোম মণ্ডলের সমর্থনে ইতিমধ্যেই কৈলাস কর্মিসভা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Rahul sinha BJP bribery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE