Advertisement
১১ জুন ২০২৪

স্কুলছুট ফেরাতে

স্কুলছুট পড়ুয়াদের কাছে পৌঁছচ্ছেন শালবনির ভাদুতলা হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা। পরিজনদের বুঝিয়ে ফের তাদের স্কুলে আনার ব্যবস্থা করছেন।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০২:৫০
Share: Save:

স্কুলছুট পড়ুয়াদের কাছে পৌঁছচ্ছেন শালবনির ভাদুতলা হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা। পরিজনদের বুঝিয়ে ফের তাদের স্কুলে আনার ব্যবস্থা করছেন। কর্ণগড়, ডাঙ্গরপাড়া, বালিজুড়ি, ভাদুতলা, বাড়ুয়া, ভালুকখুনিয়া প্রভৃতি এলাকায় ২৬ জন স্কুলছুট রয়েছে বলে স্কুল সূত্রে খবর। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক-শিক্ষিকারা দেখেছেন, এদের কেউ আর্থিক কারণে স্কুলে আসা বন্ধ করেছে, কারও পরিবারে সচেতনতার অভাব রয়েছে, কেউ আবার শিশুশ্রমিক হিসেবে কাজ করে। স্কুলে এলে ফি মকুব করা, ভর্তির ব্যবস্থা করা এবং বই, খাতা দিয়ে সহায়তার আশ্বাস দেন শিক্ষক- শিক্ষিকারা। ভাদুতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী বলেন, ‘‘স্কুলছুটদের ফেরাতে এই উদ্যোগ। আশা করছি এতে একটা বড় অংশ ফের স্কুলে আসবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School Dropout High School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE