Advertisement
২২ মে ২০২৪
River Ganga

দ্রুত নামছে গঙ্গার জলস্তর, অপচয় বন্ধ করতে পুর আবেদন 

ব্যারাকপুরের পলতা জল প্রকল্পে জল পরিশোধন করে উত্তর ও মধ্য কলকাতায় তা সরবরাহ করা হয়। এর জন্য পলতা লাগোয়া গঙ্গা থেকে রোজ প্রায় ২৬২০ লক্ষ গ্যালন জল তোলা হয়।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৪ ০৫:২২
Share: Save:

গরমের দাপট বাড়তেই ক্রমশ নামছে গঙ্গার জলস্তর। কলকাতাবাসীর জন্য রোজ প্রায় ৫১৫০ লক্ষ গ্যালন পরিস্রুত জল উৎপাদন করে পুরসভার জল সরবরাহ বিভাগ। যার পুরোটাই গঙ্গা থেকে তোলা হয়। কিন্তু জলস্তর নেমে যাওয়ায় পরিস্রুত জল উৎপাদন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সোমবার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘‘ভাটার সময়ে গঙ্গা থেকে জল তোলা যাচ্ছে না। কারণ, তখন জল তুলতে গেলে কাদামাটি উঠছে। তাই জোয়ারের সময়টুকুই ভরসা।’’ জল সরবরাহ দফতরের এক শীর্ষ কর্তা মঙ্গলবার বলেন, ‘‘গঙ্গার জলস্তর যে হারে নামছে, তাতে শহরবাসী জল অপচয় বন্ধ না করলে আগামী দিনে জলসঙ্কট হতে বাধ্য।’’

ব্যারাকপুরের পলতা জল প্রকল্পে জল পরিশোধন করে উত্তর ও মধ্য কলকাতায় তা সরবরাহ করা হয়। এর জন্য পলতা লাগোয়া গঙ্গা থেকে রোজ প্রায় ২৬২০ লক্ষ গ্যালন জল তোলা হয়। আবার দক্ষিণে গার্ডেনরিচ জল প্রকল্পে প্রত্যহ প্রায় ২১০০ লক্ষ গ্যালন জল পরিশোধন করা হয়। জল সরবরাহ দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘চলতি বছরে গঙ্গার জলস্তর উল্লেখযোগ্য হারে নামছে। আগামী দিনকয়েক তাপমাত্রা এমনই থাকলে গঙ্গা থেকে জল তুলে পরিশোধন করাটাই ভীষণ কঠিন হয়ে পড়বে।’’

সাধারণ মানুষের প্রতি জল সরবরাহ দফতরের আবেদন, যে কোনও উপায়ে জলের অপচয় বন্ধ করতে হবে। দফতর সূত্রের খবর, যে সংযোগে পুরসভার জল বাড়িতে ঢুকছে, সেখানে অধিকাংশ সময়ে নজরদারির অভাবে জল উপচে পড়ে নিকাশি নালায় বয়ে যায়। পুরসভার এক আধিকারিক বলেন, ‘‘এই অপচয় ঠেকাতে সংযোগকারী স্থানে ‘বল কক’ লাগালে জলের অপচয় বন্ধ করা যায়।’’ আবার ছাদের উপরের জলাধারে জল ভর্তি হয়ে যাওয়ার পরেও অনেক সময়ে নজরদারির অভাবে জল পড়ে যায়। বাড়িতে যেখানে পুরসভার জল সরাসরি ঢুকছে, সেই কল খোলা থাকার জন্যও অপচয় হয়। এক আধিকারিকের কথায়, ‘‘এ ক্ষেত্রে ট্যাপ বসালে জলের অপচয় এড়ানো যায়।’’

জল সরবরাহ দফতর সূত্রের খবর, গরম বাড়তেই শহরের সংযুক্ত এলাকা, অর্থাৎ বেহালা, যাদবপুর, গার্ডেনরিচ, বাঁশদ্রোণীতে জলের চাহিদা খুব বেড়েছে। পুরসভা ওই সমস্ত এলাকায় অতিরিক্ত জলের গাড়ি পাঠাচ্ছে। মেয়রের আবেদন, অনেক জায়গায় পরিস্রুত জলে গাড়ি ধুয়ে জলের অপচয় করা হচ্ছে। এটা শীঘ্রই বন্ধ না করলে বিপদ আসন্ন। ওই দফতর জানাচ্ছে, রোজ শহরে জলের অপচয়ের পরিমাণ অনেক বেশি। বাড়ির জলাধার উপচে পড়া বা কলের মুখ খোলা থাকার মতো কারণে যেমন এই অপচয় হয়, তেমনই রাস্তার জলের কল খুলে রাখার জন্যও হয়। পাশাপাশি, শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় জলের পাইপে ফাটল থাকার জন্যও অপচয় হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

River Ganga Ganga Erosion Summer Water crisis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE