Advertisement
১০ জুন ২০২৪

খোঁজ মেলেনি ছাত্রের

নিখোঁজ হওয়ার চার দিন পরেও খোঁজ মিলল না স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র বিশ্বেশ্বর পালের। পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রের খোঁজে ইতিমধ্যেই তদন্তকারীদের দুটি দল শহরের বাইরে রয়েছে। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। নিখোঁজ কিশোরের আত্মীয়দের বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩০
Share: Save:

নিখোঁজ হওয়ার চার দিন পরেও খোঁজ মিলল না স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র বিশ্বেশ্বর পালের। পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রের খোঁজে ইতিমধ্যেই তদন্তকারীদের দুটি দল শহরের বাইরে রয়েছে। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। নিখোঁজ কিশোরের আত্মীয়দের বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালানো হয়েছে। মঙ্গলবার ওই কিশোরের জ্যাঠামশাইকে লালবাজারে ডেকে কথা বলেন তদন্তকারীরা।

বিশ্বেশ্বরের খোঁজ না মিললেও পুলিশি তদন্তে আস্থা রাখছেন তার পরিবারের সদস্যেরা। মঙ্গলবার তার জ্যাঠামশাই অরুণ পাল এ কথা জানিয়ে বলেন, বিশ্বেশ্বর যে সব জায়গায় যেতে পারে তা পুলিশকে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scottish Church school Student Missing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE