Advertisement
০১ নভেম্বর ২০২৪
Accident

কলকাতা যাওয়ার পথে গুড়াপে উল্টে গেল সেনার অ্যাম্বুল্যান্স! বর্ধমানের হাসপাতালে ভর্তি ছয়

পুলিশ সূত্রে খবর, সেনার ওই অ্যাম্বুল্যান্সটি বর্ধমানের পানাগড় থেকে কলকাতার দিকে যাচ্ছিল। গুড়াপ থানার কংসারিপুর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে।

ambulance

রাস্তার ধারে পড়ে সেই অ্যাম্বুল্যান্স। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
গুড়াপ শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১২:১৬
Share: Save:

দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর অ্যাম্বুল্যন্স। কলকাতা যাওয়ার পথে হুগলির গুড়াপে রাস্তার ধারে উল্টে পড়ল গাড়ি। ঘটনায় অন্তত ছ’জনের আহত হওয়ার খবর মিলেছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ গুড়াপ থানার কংসারিপুর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে।

গুড়াপের ওই জাতীয় সড়কে সংস্কারের কাজ চলছে। ছ’টি লেন তৈরি হচ্ছে। অ্যাম্বুল্যান্সটি সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তার ধারে গিয়ে পড়ে গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুড়াপ থানার পুলিশ। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। গাড়িতে থাকা ছ’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, সেনার ওই অ্যাম্বুল্যান্সটি বর্ধমানের পানাগড় থেকে কলকাতার দিকে যাচ্ছিল। তবে ওই অ্যাম্বুল্যান্সের রোগী সম্পর্কে কোনও খবর এখনও মেলেনি।

ওই দুর্ঘটনা প্রসঙ্গে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘সেনাবাহিনীর অ্যাম্বুল্যান্সটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়েছে। গাড়িতে থাকা ছয় জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। কী ভাবে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

Accident Road Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE