Advertisement
১০ জুন ২০২৪
Diptangshu Chowdhury

এসবিএসটিসি-র চেয়ারম্যান পদ ছাড়লেন কর্নেল দীপ্তাংশু

বুধবার পূর্ব বর্ধমানের বিধায়ক সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ ‘বিক্ষুব্ধ’ নেতাদের বৈঠকে ছিলেন দীপ্তাংশুও।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৭:৩৫
Share: Save:

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল ছাড়লেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের দুই সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ।

ঘটনাচক্রে দীপ্তাংশু বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান হয়েছিলেন। গত কয়েক দিন পর তিনিও বেসুরো ছিলেন। এর মধ্যেই বুধবার পূর্ব বর্ধমানের বিধায়ক সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ ‘বিক্ষুব্ধ’ নেতাদের বৈঠকে ছিলেন দীপ্তাংশুও। তার পরের দিনই সরকারি পদ থেকে ইস্তফা দিলেন দীপ্তাংশু।

বৃহস্পতিবারই আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। ছেড়েছেন দলও। জিতেন্দ্র তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি। তবে তাঁর দলত্যাগের আগেই তাঁকে চিঠি পাঠিয়েছিলেন জেলার গুরুত্বপূর্ণ তিন নেতা— জেলা সহ-সভাপতি অভিজিৎ আচার্য, কোষাধ্যক্ষ অমিত তুলসীয়ান এবং সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জিতেন্দ্র তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পর থেকেই বেসুরো ছিলেন অনেকেই। সেই জিতেন্দ্র দল ছাড়ার পর পশ্চিম বর্ধমানে কার্যত দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।

আরও পড়ুন: পুর-পদ ছাড়তেই পার্টি অফিসে হামলা, তাই দলও ছাড়লেন জিতেন্দ্র

আরও পড়ুন: ‘মাথা ঝোঁকাবে না বাংলা’, আইপিএস অফিসার বদলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diptangshu Chowdhury TMC SBSTC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE