Advertisement
১১ জুন ২০২৪
Sujaykrishna Bhadra

বিনা বিচারে পড়ে রয়েছেন পার্থ, আদালতে দাবি আইনজীবীর, সুজয়কৃষ্ণের জামিনের মামলার শুনানি শেষ

মঙ্গলবার আদালতে লিখিত ভাবে সিবিআই জানিয়েছে, এসএসসি মামলায় তারা চূড়ান্ত চার্জশিট দিয়েছে। পার্থের আইনজীবীর দাবি, ফরেন্সিক রিপোর্ট আসেনি। বরাদ্দ আটকে রয়েছে। সেই কারণে বিচার শুরু হচ্ছে না।

An image of Sujoy Krishna Bhodro

সুজয়কৃষ্ণ ভদ্র। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৯
Share: Save:

একই দিনে কলকাতা হাই কোর্ট এবং আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চলল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। মঙ্গলবার নিম্ন আদালতে শুনানি ছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্‌হাদের শুনানি। উচ্চ আদালতে ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের মামলার শুনানি। সেই শুনানি শেষ হয়েছে।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলায় পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদের শুনানি ছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। অন্য দিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ, এন বসু রায় সংস্থার দু’জনের মামলার শুনানি ছিল। পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদকে আগামী ৫ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। তাপসের জামিনের মামলার শুনানি রয়েছে ২৩ ফেব্রুয়ারি।

মঙ্গলবার আদালতে লিখিত ভাবে সিবিআই জানিয়েছে, এসএসসি মামলায় তারা চূড়ান্ত চার্জশিট দিয়েছে। পার্থের আইনজীবীর দাবি, ফরেন্সিক রিপোর্ট আসেনি। বরাদ্দ আটকে রয়েছে। সেই কারণে বিচার শুরু হচ্ছে না। তাঁর আরও দাবি, তদন্তের নথি ঠিক মতো মিলছে না। এর ফলে বিচার পিছিয়ে যাচ্ছে। বিনা বিচারে পড়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থের আইনজীবী আরও জানিয়েছেন, এক ব্যক্তির দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছিল বিচারপতি বাগের কমিটি। সিবিআই তাঁকে সাক্ষী দেখিয়েছে। সেই প্রশ্ন তুলেছেন পার্থের আইনজীবী।

অন্য দিকে, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণের জামিনের মামলার শুনানি শেষ কলকাতা হাই কোর্টে। রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় রায় ঘোষণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Kalighater Kaku Bail Plea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE