Advertisement
১১ জুন ২০২৪

অধ্যক্ষকে নিচু জাতের বলে গ্রেফতার হাবড়া কলেজের অধ্যাপক

হাবড়া কলেজের অধ্যক্ষকে নিচু জাতের বলে বিদ্রুপ করে গ্রেফতার হলেন ওই কলেজেরই অধ্যাপক।

গ্রেফতার হওয়া অধ্যাপক। নিজস্ব চিত্র।

গ্রেফতার হওয়া অধ্যাপক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা       
হাবড়া শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৬:০১
Share: Save:

হাবড়া কলেজের অধ্যক্ষকে নিচু জাতের বলে বিদ্রুপ করে গ্রেফতার হলেন ওই কলেজেরই অধ্যাপক। সোমবার হাবড়া প্রফুল্ল নগরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অধ্যাপককে সোমবার বারাসত আদালতে তোলা হবে।

প্রায় এক মাস আগে হাবড়া শ্রীচৈতন্য কলেজের অধ্যক্ষ ইন্দ্রমোহন মণ্ডলকে অন্ত্যজ শ্রেণির বলে বিদ্রুপ করেন অধ্যাপক অলোককুমার চক্রবর্তী। কলেজের অধ্যাপকদের গ্রুপেই তাঁকে হেনস্থাসূচক মন্তব্য করা হয় বলে অভিযোগ। এর প্রেক্ষিতে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ। অভিযোগ পাওয়ার পর এসসি-এসটি আইন অনুযায়ী তদন্ত করেন বারাসাত ডিএসপি হেডকোয়ার্টার রোহিত শেখ। অবশেষে সোমবার অলোককুমার চক্রবর্তীকে গ্রেফতার করা হয়।

কলেজের অধ্যাপকদের গ্রুপে এই অবমাননাকর মন্তব্য করার পর অন্যান্য অধ্যাপকরা একাধিক বার অলোকবাবুকে পোস্ট ডিলিট করে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন। সমস্যা মিটিয়ে নেওয়ার আর্জিও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযুক্ত অধ্যাপক নিজের অবস্থান থেকে নড়তে রাজি হননি। সেই কারণেই অধ্যক্ষ হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘‘বি আর অম্বেডকর সামাজিক সাম্যের কথা বলেছিলেন। এত বছর পরেও একজন শিক্ষক যদি আর একজন শিক্ষকের প্রতি এ রকম অশ্রদ্ধাপূর্ণ কথা বলেন ও কুৎসিত মন্তব্য করেন, তা হলে সমাজ কলুষিত হবে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Habra SC ST Act
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE