রেলের শৌচালয়ে ধোয়া হচ্ছে চায়ের কেটলি! শৌচালয়ের মগ থেকে পাত্রটির উপর জল ঢালা হচ্ছে। রাখা হচ্ছে শৌচালয়ের মেঝেয়। অস্বস্তিকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর হইচই হয়েছে সমাজমাধ্যম জুড়ে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলের শৌচালয়ে চায়ের কেটলি ধুচ্ছেন এক ব্যক্তি। শৌচালয়ের মগ থেকে জল ঢেলে কেটলি ধুতে দেখা গিয়েছে তাঁকে। ধোয়া জল ফেলে দিচ্ছেন কমোডে। কেটলির ঢাকনা গড়াগড়ি খাচ্ছে মেঝেয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভানু নন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নিন্দার ঝড় বয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে খুঁজে বার করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার দাবিও তুলেছেন কেউ কেউ। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি আর কোনও দিন ট্রেনে কিছু খাব না। এরা মানুষ! যাত্রীদের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা হচ্ছে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই ভাবে জীবাণু ছড়ায় মানুষের দেহে। এই চা-বিক্রেতাদের উচিত শিক্ষা দেওয়া উচিত।’’