ভালুকের পায়ে কামড় বসিয়ে দিয়েছে বুনো কুকুর। যন্ত্রণায় প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে তার। বুনো কুকুরের কবল থেকে বাঁচতে উঁচু গাছের ডালে লাফিয়ে পড়ল বিশাল ভালুকটি। লাফিয়ে লাফিয়ে গাছে তাড়াহুড়ো করে উঠতে লাগল সে। কিন্তু পিছু ছাড়ল না বুনো কুকুরটি। ভালুকের গায়ে কামড় বসিয়েই রইল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অ্যানিম্যাল্সভিসিয়াস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মস্ত বড় ভালুক গাছে লাফিয়ে উঠছে। তার পিছনে কামড় বসিয়েছে একটি বুনো কুকুর। ভালুকটিকে আক্রমণ করেছে সে। কুকুরের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য গাছে লাফ দিয়ে উঠে যায় ভালুকটি।
গাছে ওঠার সময় কুকুরটি নীচে পড়ে যাবে বলেই ভেবেছিল সে। কিন্তু তার বিপদ এত সহজে পিছু ছাড়ল না। কুকুরটিও কামড় বসিয়ে রইল ভালুকের গায়ে। ভালুকের পিছনে ঝুলতে লাগল সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভালুকের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘ভালুকের জন্য খুব কষ্ট হচ্ছে। খুবই যন্ত্রণা হয়েছে বোধ হয় ওর।’’