ভালবাসার কোনও সীমা হয় না। আরও এক বার প্রমাণিত হল সেই কথা। প্রমাণ করলেন উত্তরপ্রদেশের কুশীনগরের সমকামী যুগল। দেশে সমকামী বিবাহের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা থাকার কারণে লিঙ্গই পরিবর্তন করে ফেললেন এক জন। প্রেমিক পুরুষকে বিয়ে করতে হয়ে উঠলেন মহিলা। মন্দিরে গিয়ে বিয়েও করলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুশীনগরের নেবুয়া নৌরঙ্গিয়ার শীতলপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শীতলপুর এলাকার দুই যুবক— প্রেম এবং সোনু দীর্ঘ দিন ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সোনু সিদ্ধান্ত নেন, প্রেমকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তন করাবেন তিনি। সেইমতোই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। লিঙ্গ পরিবর্তন করিয়ে নেন তিনি। হয়ে ওঠেন সনিয়া। এর পর স্থানীয় শিবমন্দিরে গিয়ে বিয়ে করেন যুগল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেম এবং সনিয়া একটি শিবমন্দিরে গাঁটছড়া বাঁধছেন। সনিয়া লাল কাপড় পরে হাঁটু মুড়ে বসে আছেন। তাঁর সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন প্রেম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্টেট মিরর হিন্দি’ নামে একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই ওই যুগলের সাহসিকতার প্রশংসা করেছেন। শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। তবে গ্রামবাসীদের বিরোধের মুখে পড়ার কারণে বিয়ের পর প্রেম-সনিয়া এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে খবর।