Advertisement
১৮ মে ২০২৪
Madhyamik Result 2024

‘দাদা নেই, স্বপ্নও নেই’, মাধ্যমিক পাশ করেও উদযাপনে নেই যাদবপুর পড়ুয়ার ছোট ভাই

২০২৩-এর অগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনার পর থেকেই স্তব্ধ পরিবারের জীবন। মাধ্যমিক পাশ করেও খুশি নয় ছোট ভাই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
নদিয়া শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ০৯:৩৫
Share: Save:

একটা ঘটনাই তছনছ করে দিয়েছে নদীয়ার মধ্যবিত্ত পরিবারের জীবন। ১০ আগষ্ট ২০২৩, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এক ছাত্রের রহস্যজনক ভাবে মৃত্যু হয়। অভিযোগ ওঠে র‍্যাগিংয়ের। পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে বেশ কিছু প্রাক্তন ও বর্তমান ছাত্রকে। বিক্ষোভে তোলপাড় হয় গোটা রাজ্য। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে সেই পড়ুয়ার ছোট ভাই। রেজাল্ট খুব একটা পছন্দসই হয়নি। তবে সে নিয়ে আক্ষেপ নেই। দাদার রহস্যমৃত্যুর আকস্মিকতায় পড়াশোনার প্রতি ভালবাসা হারিয়েছে ছোট ভাই। দাদার মতোই যাদবপুরে পড়তে চেয়েছিল সদ্য মাধ্যমিক পাশ করা কিশোর। এখন স্বজন হারানোর যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া পা দু’টি কাছছাড়া করতে চায় না মা-বাবাকে। পরিস্থিতি স্বপ্ন দেখা ভুলিয়েছে। সাফল্যের উদযাপন নয়, তার দিনযাপন শুধু স্মৃতি আঁকড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE