কতকগুলো শর্তের বিনিময়ে মুম্বই থেকে সাক্ষাৎকার দিতে রাজি হলেন অনুষ্কা শর্মা। তার মধ্যে বারবার বলা হল বিরাট নিয়ে কোনও প্রশ্ন নয়।
প্র: রক্তমাংসের নায়িকা ছেড়ে হঠাৎ ভূত?
উ: নন লিভিং ক্যারেক্টার করার মধ্যে একটা অদ্ভুত চ্যালেঞ্জ আছে। ‘জন্মগত ভূত’ হওয়ার মজাটাই আলাদা। আর সত্যি কথা বলতে এরকম লুকের ভূত বলিউড আগে কখনও দেখেনি। এই ছবিটা পরিবারের সঙ্গে দেখার ছবি। অনেক ফানি এলিমেন্ট আছে। রক্তমাংসের নায়িকা তো অনেক করেছি। আমার তো মনে হয় ‘ফিল্লৌরী’-র ক্ষেত্রে ভূত কমিউনিটিকেও আমি জাস্টিফাই করেছি!
প্র: সদ্য শাহরুখ খানের সঙ্গে…
উ: (প্রশ্ন শেষ না হতেই থামিয়ে দিয়ে) এখানে কিন্তু কথা ছিল শুধু ‘ফিল্লৌরী’ নিয়ে কথা হবে।
প্র: নিজের প্রোডাকশনে প্রথম র্যাপ গাইলেন, ইউটিউবে প্রায় তিন লক্ষ লাইক…
উ:আগে থেকে প্ল্যান ছিল না। কিন্তু আমার সহ অভিনেতা দিলজিতের ওরকম ফাঙ্কি মুডের সঙ্গে আমিও গলা মেলালাম। এখন দেখছি ‘নটি বিল্লো’ গানটার রেসপন্সও খুব ভাল। ‘ফিল্লৌরী’-র গান নিয়ে আমি খুবই খুশি। ‘নটি বিল্লো’ যেমন পার্টি সং, তেমনই ‘সাহিবা’ রোম্যান্টিক সং।
প্র: প্রিয়ঙ্কা, আলিয়ার পর এবার আপনিও গানে?
উ: ওদের নিয়ে কেন মন্তব্য করব? আমি কিন্তু এখন শুধু গান নিয়েই ভাবব, এমনটা ভাবার কোনও কারণ নেই। অভিনয় আর প্রোডাকশন একসঙ্গে চালানো যা কঠিন কাজ!
প্র: আপনি কোনটা বেশি পছন্দ করেন?
উ: আমি দুটোই ভালবাসি। আসলে আমি দেখেছি আমার উপর যখন অনেক বেশি দায়িত্ব, কাজের চাপ এসে পড়ে, তখন আমি বেটার পারফর্ম করি। সেই কারণেই বোধহয় ‘ফিল্লৌরী’ নিয়ে ইন্ডাস্ট্রির মানুষ, সাধারণ দর্শক এত উৎসাহী।
প্র: আপনি আপনার প্রোডাকশনে নতুনদের দিয়ে কাজ করান…
উ: এরকম নয় যে, আমার প্রোডাকশনে শুধু নিউ কামার-ই কাজ করে। নতুন পুরনো নয়, চরিত্র হিসেবে কাস্ট করি।
প্র: এক্ষেত্রে তো রিস্ক থাকে?
উ: কীসের রিস্ক? আমার মোটিভেশন আমি ভাল স্ক্রিপ্ট থেকে পাই। গল্পটা যদি ভাল করে বলা যায়, তাহলে দর্শকদের ভাল লাগতে বাধ্য।
আরও পড়ুন: ‘যৌনতাকে উপভোগ করলেই কোনও মহিলা যৌনকর্মী নন’
প্র: শাহরুখ, সলমন, আমির তিন খানের সঙ্গেই আপনি কাজ করেছেন। অভিনেতা হিসেবে কতটা পার্থক্য...
উ: (থামিয়ে দিয়ে) এটা আমি কেন বলব? তিনজনেই ব্রিলিয়ান্ট। আর কী? সবাই সব জানে।
প্র: একজন অভিনেত্রীর চোখ দিয়ে…
উ: সলমন খুব স্বতঃস্ফূর্ত। আমির খুব প্ল্যান করে চলে। আর শাহরুখের মধ্যে দুটোই আছে।
প্র: শোনা যায়, নায়িকা হিসেবে সলমনের পরে আপনিই নাকি ইন্ডাস্ট্রির ৩০০ কোটির ক্লাবে?
উ: দর্শকের ভালবাসা আর আশীর্বাদ, তাই কাজ করছি। সত্যিই আমার কেরিয়ার নিয়ে আমি খুব খুশি। জীবন অনেক দিচ্ছে। অসাধারণ পরিচালকদের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। নিজেকে আরও এক্সপ্লোর করতে হবে। তবে এটাও ঠিক, শুধুমাত্র ইন্ডাস্ট্রির লোক হয়ে বাঁচতে চাই না।
প্র: মানে?
উ: আমি কাজের প্রতি অসম্ভব ডেডিকেটেড। উনিশ বছরে আমি প্রথম অভিনয় করি। ন’বছর টানা ইন্ডাস্ট্রিতে থেকে বুঝেছি, কাজ আর জীবনের মধ্যে একটা লাইন রাখতেই হবে। ইন্ডাস্ট্রি আমার কাজের জায়গা। আমি আমার প্রোডাকশন হাউসের জন্য প্রচুর খাটছি। খাটবও। কিন্তু আমার পরিবার আছে। ব্যক্তিগত জীবন আছে। কাজ আর জীবনকে এক করে দেখতে চাই না।
(ব্যক্তিগত প্রশ্ন কেন করা যাবে না? সে প্রশ্নের উত্তর না দিয়ে উধাও হলেন তিনি। ‘শশী’ না কি ‘ফিল্লৌরী’?)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy