Advertisement
১০ জুন ২০২৪

সুভাষ হয়তো মামলা করছেন

মরসুমের মাঝপথে তাঁকে সরিয়ে দেওয়ায় মোহনবাগানের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন সুভাষ ভৌমিক। এই গুঞ্জনে হঠাত্‌-ই উত্তাল ময়দান। তিনি নাকি মামলা করার জন্য আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন? সুভাষ নিজে হ্যাঁ বা না কিছুই বলেননি। ফোনে ধরা হলে বলে দিলেন, “আমি এখন দিল্লিতে। কোনও সংবাদমাধ্যমের সঙ্গে আমি কথা বলিনি। আমি কারও চাকরিও করি না। তাই বলব না। যা বলার কলকাতায় গিয়ে মনে হলে বলব।”

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৪ ০১:৩৯
Share: Save:

মরসুমের মাঝপথে তাঁকে সরিয়ে দেওয়ায় মোহনবাগানের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন সুভাষ ভৌমিক। এই গুঞ্জনে হঠাত্‌-ই উত্তাল ময়দান। তিনি নাকি মামলা করার জন্য আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন? সুভাষ নিজে হ্যাঁ বা না কিছুই বলেননি। ফোনে ধরা হলে বলে দিলেন, “আমি এখন দিল্লিতে। কোনও সংবাদমাধ্যমের সঙ্গে আমি কথা বলিনি। আমি কারও চাকরিও করি না। তাই বলব না। যা বলার কলকাতায় গিয়ে মনে হলে বলব।”

আর সদ্য বিদায়ী টিডি সুভাষের মামলার কথা শুনে হেসেছেন বাগান সচিব অঞ্জন মিত্র। নতুন কোচ হিসাবে ট্রেভর মর্গ্যান, এলকো সাতৌরিদের সঙ্গে আলোচনা চালানোর মাঝে তাঁর মন্তব্য, “উনি যদি অনুশীলন করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়তেন আমরা কি ওঁর বিরুদ্ধে মামলা করতাম। ফেডারেশনের নির্দেশে লাইসেন্স না থাকলে কোচিং করানো যাবে না। আমরা কী করব? সে জন্য বাধ্য হয়েই ওঁকে সরাতে হয়েছে। মামলা করুক। আমাদের আইন সেলের কাছে পাঠিয়ে দেব।”

খুশি আর্মান্দো: এএফসি কাপের সূচি জেনে খুশি আর্মান্দো কোলাসো। শনিবার তিনি বলে দিলেন, “মধ্যপ্রাচ্যের দলগুলো খুব শক্তিশালী হয়। ওদের বিরুদ্ধে খেলা কঠিন। পূর্বাঞ্চলের দলগুলো তুলনায় সহজ। সেই অঞ্চলের দলের সঙ্গে খেলতে পারব। ফলে ভাল ফল করার একটা সুযোগ এসে গেল আমাদের।” চার্চিল ব্রাদার্স এএফসি লাইসেন্সের যোগ্যতামান না পেরোতে পারায় ইস্টবেঙ্গলের সামনে সুযোগ এসেছে কাপে খেলার। আই লিগের দ্বিতীয় দল হিসাবে আর্মান্দোর দল এই সুযোগ পাচ্ছে। আর আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু পাচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্লে অফ খেলার সুযোগ। ৯ এবং ১০ ডিসেম্বর ড্র-এর পর জানা যাবে কার সঙ্গে খেলা। তবে যোগ্যতা অর্জন পর্বে ইস্টবেঙ্গল কাদের সঙ্গে খেলতে পারে তার ইঙ্গিত মিলেছে। পূর্বাঞ্চলের দলগুলির মধ্যে আছে ইস্টবেঙ্গল। সেখানে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা মায়ানমারের মধ্যে কোনও একটা দেশের ক্লাবের বিরুদ্ধে খেলবেন র্যান্টিরা। যা জেনে স্বস্তিতে কোচ আর্মান্দো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

subhash bhowmick mohanbagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE