Advertisement
১০ জুন ২০২৪

ইস্ট-মোহনের বড় পরীক্ষা আজ

আই লিগের তেরো দলের মধ্যে শেষ পর্যন্ত ক’টি ক্লাব পরের মরসুমে খেলার ছাড়পত্র পাবে তা ঠিক হয়ে যেতে পারে আজ বুধবার। ক্লাবগুলির কর্তারা আগ্রহ নিয়ে নজর রাখবেন ওই সভার দিকে। কারণ পুণে এফ সি ছাড়া কোনও ক্লাবই এখনও পরীক্ষায় পাশ করেনি। কমর্সমিতির সভায় ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলে দিয়েছেন, “লাইসেন্সিং শর্ত পূরণ না হলে এ বার কোনও ক্লাবকেই আই লিগে খেলতে দেওয়া হবে না।”

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০১৪ ০৩:০৪
Share: Save:

আই লিগের তেরো দলের মধ্যে শেষ পর্যন্ত ক’টি ক্লাব পরের মরসুমে খেলার ছাড়পত্র পাবে তা ঠিক হয়ে যেতে পারে আজ বুধবার। ক্লাবগুলির কর্তারা আগ্রহ নিয়ে নজর রাখবেন ওই সভার দিকে। কারণ পুণে এফ সি ছাড়া কোনও ক্লাবই এখনও পরীক্ষায় পাশ করেনি। কমর্সমিতির সভায় ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলে দিয়েছেন, “লাইসেন্সিং শর্ত পূরণ না হলে এ বার কোনও ক্লাবকেই আই লিগে খেলতে দেওয়া হবে না।”

দিল্লির ফুটবল হাউসে দুপুর এগারোটায় লাইসেন্সিং কমিটির সভায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডেম্পো-সহ সব ক’টি ক্লাবের জমা দেওয়া কাগজপত্র নিয়েই আলোচনা হবে। ক্লাবের পরিকাঠামো থেকে অ্যাকাডেমিএ এফ সি-র নিয়ম মেনে সব জমা দিতে হয়েছে ক্লাবগুলিকে। রাংদাজিদ ছাড়া সব ক্লাবই লাইসেন্সিংয়ের জন্য আবেদন করেছে। সেগুলো সঠিক কি না, তা দেখতে কলকাতা, গোয়া, মুম্বই ঘুরে এসেছেন কমিটির প্রতিনিধিরা। তাদের রিপোর্ট গুরুত্ব পাবে সভায়। রাংদাজিদ একটি চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে, তাদের অন্তত একটা সুযোগ দেওয়ার জন্য। সেই সুযোগ লাইসেন্সিং কমিটি দেবে কি না, সেটা বড় প্রশ্ন। ফুটবলমহলে গুঞ্জন চালু রয়েছে, চাচির্ল ব্রাদার্স, ইউনাইটেড স্পোর্টস এবং মহমেডানের কাগজপত্র নিয়ে সমস্যা আছে। আই লিগের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, “এরকম কোনও খবর আমাদের জানা নেই। তবে যে ভাবে ক্লাবগুলি লাইসেন্স পাওয়ার জন্য এগিয়ে এসেছে, সেটা ভাল দিক। সবাই পেশাদার হতে চাইছে। তবে কেউ যদি বাতিল হয়, তা হলে তাদের তো আবেদনের সুযোগ থাকছেই।”

এরই মধ্যে বেঙ্গালুরুর মতো ফ্রাঞ্চাইজি টিম হিসাবে চেন্নাই থেকে নেতাজি স্পোটর্স ক্লাব এবং কোচির জন্য রাদেভু স্পোটর্স দরপত্র তুলল। রাদেভু আই এস এলের দল পাওয়ার জন্য দরপত্র জমা দিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

east bengal mohanbagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE