Advertisement
১১ জুন ২০২৪
Scott Styris

মালিঙ্গাকে শাসন করত ধোনি, মত স্টাইরিসের

কিন্তু এই দুই ফিনিশারের লড়াইয়ে কে এগিয়ে থাকবেন? যার জবাবও দিয়েছেন স্টাইরিস।

স্কট স্টাইরিস। ফাইল চিত্র

স্কট স্টাইরিস। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০৬:২৪
Share: Save:

আইপিএলের ইতিহাসে সেরা দুই ফিনিশার কে? এই প্রশ্নের জবাবে দুটো নাম করছেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস। সেই দুই ক্রিকেটার হলেন— চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংহ ধোনি এবং মুম্বই ইন্ডিয়ান্সের লাসিথ মালিঙ্গা। এক জন ব্যাট হাতে, অন্য জন বল হাতে নিজের নিজের দলকে অনেক ম্যাচই জিতিয়েছেন আইপিএলে।

কিন্তু এই দুই ফিনিশারের লড়াইয়ে কে এগিয়ে থাকবেন? যার জবাবও দিয়েছেন স্টাইরিস। নিউজ়িল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার মনে করেন, এই দ্বৈরথে ধোনি অনেক এগিয়ে। একটি টিভি চ্যানেলে স্টাইরিস বলেছেন, ‘‘চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের খেলা মানে ব্যাট হাতে বিশ্বের সেরা ফিনিশারের সঙ্গে সেরা ডেথ বোলারের লড়াই। আর সেই লড়াইয়ে কিন্তু মালিঙ্গাকে

শাসন করত ধোনি।’’ স্টাইরিস বলছেন, ‘‘আসল কথা হচ্ছে ধারাবাহিকতা। যেটা চেন্নাইয়ের আছে। ওরা বরাবর ট্রফি জয়ের লড়াইয়ে থাকে। বেশির ভাগ নক আউট ম্যাচ জিতেছে।’’ তিনি আরও বলেন, ‘‘একটা প্রত্যাশা থাকে যে, আইপিএল দলগুলো থেকে অনেক তরুণ ক্রিকেটার উঠে আসবে। আর সে প্রত্যাশাটা দারুণ ভাবে পূরণ করেছে সিএসকে। ওরা সব চেয়ে বেশি ক্রিকেটার তুলে এনেছে।’’

তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, ইদানীং মুম্বই ইন্ডিয়ান্সের উত্থান চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সিএসকে-কে। মঞ্জরেকর বলেছেন, ‘‘আমরা যদি ম্যাচ জয়ের শতাংশ হিসেব করি, তা হলে দেখা যাবে সিএসকে একেবারে উপরেই আছে। কিন্তু ইদানীং মুম্বই ইন্ডিয়ান্স দারুণ ভাবে উঠে আসছে। চ্যাম্পিয়নও হচ্ছে।’’ এর পরে মঞ্জরেকর যোগ করেন, ‘‘মুম্বই ইন্ডিয়ান্স চার বার ট্রফি জিতেছে। চেন্নাই সুপার কিংস তিন বার। তবে এটাও ঠিক যে সিএসকে কম আইপিএল খেলেছে (নির্বাসনে থাকায় দু’বার খেলেনি চেন্নাই)।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE