Advertisement
১৯ মে ২০২৪
English Premiere League

ফিরেই গোল সালাহের, জিতে তিনে লিভারপুল

টটেনহ্যামকে হারিয়ে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবলের তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। ১৬ মিনিটের মধ্যে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ২-০ করে অ্যান্ডি রবার্টসন।

উচ্ছ্বাস: গোলের পরে সালাহকে নিয়ে ফান ডাইক।

উচ্ছ্বাস: গোলের পরে সালাহকে নিয়ে ফান ডাইক। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ০৬:১২
Share: Save:

গত সপ্তাহে মাঠেই ম্যানেজার য়ুর্গেন ক্লপের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়িয়ে তিনি চলে গিয়েছিলেন বিশ্রামে। রবিবার ইপিএলে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে মহম্মদ সালাহ প্রথম এগারোয় ফিরেই করলেন গোল। দলও জিতেছে ৪-২ ব্যবধানে। এই জয়ের সুবাদে তিন নম্বরে রইল (৩৬ ম্যাচে ৭৮) লিভারপুল। অন্য ম্যাচে চেলসি ৫-০ গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্ট হ্যামকে।

আর্সেনাল ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইপিএল টেবলের শীর্ষ স্থানে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি (৮২ পয়েন্ট)। টটেনহ্যামকে হারিয়ে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবলের তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।

১৬ মিনিটের মধ্যে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ২-০ করে অ্যান্ডি রবার্টসন। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে ৩-০ করেন কোডি গাকপো। ৫৯ মিনিটে ৪-০ করেন হার্ভি এলিয়ট।

চেলসি-র আক্রমণের ঝড়ের সামনে ওয়েস্ট হ্যাম প্রতিরোধই গড়তে পারেনি। ১৫ মিনিটে ১-০ করেন কোল পালমার। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান কোনর গালাগা। ৩৬ মিনিটে ৩-০ করেন ননি মাদুয়েকে। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যে গোল করেন নিকোলাস জ্যাকসন। ৮০ মিনিটে তিনিই ৫-০ করেন। ৩৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সাতে চেলসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liverpool Tottenham football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE