এপ্রিলের শুরুর দিকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলবেন। মুম্বই ক্রিকেট সংস্থার থেকে ‘নো অবজেকশন শংসাপত্র’ও (এনওসি) চেয়েছিলেন। এক মাস এক সপ্তাহ কাটতে না কাটতেই নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন যশস্বী জয়সওয়াল। জানালেন, তিনি মুম্বইয়ের হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলতে চান।
শুক্রবার মুম্বই ক্রিকেট সংস্থাকে (এমসিএ) চিঠি দিয়ে এনওসি প্রত্যাহার করার আবেদন করেছেন যশস্বী। তিনি জানিয়েছেন, পারিবারিক পরিকল্পনার কারণেই মুম্বই ছেড়ে গোয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
যশস্বী লিখেছেন, “আমাকে যে এনওসি দিয়েছেন তা প্রত্যাহার করার অনুরোধ করছি। গোয়ায় চলে যাওয়ার পিছনে আমার কিছু পারিবারিক পরিকল্পনা ছিল, যা আপাতত হচ্ছে না। তাই আমি এমসিএ-কে অনুরোধ করছি যাতে অন্তত এই মরসুমে আমাকে মুম্বইয়ের হয়ে খেলতে দেওয়া হয়। আমি এনওসি এখনও বিসিসিআই বা গোয়া ক্রিকেট সংস্থার কাছে জমা দিইনি।”
চিঠি পেলেও এমসিএ-র তরফে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি। এনওসি এক বার দিয়ে দিলে তা প্রত্যাহার করার সম্ভাবনা বেশ কম। শোনা গিয়েছে, বিসিসিআই এবং গোয়া ক্রিকেট সংস্থার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল মুম্বইয়ের কাছে এনওসি চেয়েছিলেন যশস্বী। এমসিএ-র এক কর্তা তখন বলেছিলেন, “আমাদের কাছে এনওসি চেয়েছে যশস্বী। কেন গোয়ায় যাচ্ছে, সে সম্পর্কে কিছুই জানাতে চায়নি।” পরে সংবাদ সংস্থাকে আর এক কর্তা বলেছিলেন, “নিশ্চয়ই ও কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ওকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল। আমরা সেই আবেদন মেনে নিয়েছি।”
গোয়া ক্রিকেট সংস্থার সচিব শাম্ব দেসাই বলেছিলেন, “ও আমাদের হয়ে খেলতে চায়। আমরা স্বাগত জানাচ্ছি। পরের মরসুম থেকেই ও খেলবে।”
আরও পড়ুন:
আদতে উত্তরপ্রদেশের ভদোহীর ছেলে হলেও যশস্বীর বড় হওয়া এবং ক্রিকেট খেলার শুরু মুম্বই থেকেই। স্কুল প্রতিযোগিতা হ্যারিস শিল্ডে খেলেছেন। ক্রিকেট খেলার জন্য মুসলিম ইউনাইটেডের তাঁবুতে রাত কাটাতেন। ফুচকাও বিক্রি করেছেন মুম্বইয়ের রাস্তায়। পরে কোচ জ্বালা সিংহের চোখে পড়ে যান এবং জীবন বদলে যায়।
গত বছর মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন যশস্বী। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসে ৪ এবং ২৬ রান করেছিলেন। তার পরে বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচেও দলে তাঁর নাম ছিল। যদিও গোড়ালির চোট দেখিয়ে সেই ম্যাচে খেলেননি যশস্বী।