Advertisement
১১ জুন ২০২৪
Sunil Gavaskar

Sunil Gavaskar: গাওস্করের প্রশংসা পেলেন এই ভারতীয় ওপেনার, বুঝিয়ে দিলেন কেন বাদ শুভমন

ময়ঙ্ককেই ওপেনার হিসাবে দেখছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘ঘরের মাঠে প্রচুর রান করে ময়ঙ্ক। নায়কের মতো ব্যাট করে দেশের মাঠে, কিন্তু বিদেশে রান পায় না। কিন্তু দেশের মাঠে শতরান বা দ্বিশতরান তাঁর ব্যাট থেকে পাওয়াই যায়। তাই ময়ঙ্কেরই ব্যাট করা উচিত। তিন নম্বরে হনুমা কোনও ভুল করেছে? দক্ষিণ আফ্রিকাতে সুযোগ পেয়ে সেখানেও রান করেছে। ওর সুযোগ পাওয়া উচিত।’’

সুনীল গাওস্কর।

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ১৭:৪৫
Share: Save:

ভারতীয় দলে নেই অজিঙ্ক রহাণে এবং চেতেশ্বর পুজারা। তিন নম্বরে খেললেন হনুমা বিহারী। সুযোগ পেয়ে সেটা কাজেও লাগিয়েছেন তিনি। অভিষেকে শতরান করে শ্রেয়স আয়ারও পাঁচ নম্বরে জায়গা পাওয়ার দাবিদার। এমন অবস্থায় ভারতের প্রথম পাঁচ ব্যাটার কারা হতে পারে জানালেন সুনীল গাওস্কর।

ওপেনার হিসাবে গাওস্করের পছন্দ ময়ঙ্ক অগ্রবাল। তরুণ ওপেনার শুভমন গিলের আগে ময়ঙ্কেরই দলে জায়গা পাওয়ার যোগ্য বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গাওস্কর বলেন, ‘‘শেষ দু’মাসে গিল কোনও ধরনের ক্রিকেট খেলেনি। রঞ্জিও খেলেনি ও। ভারতের হয়ে খেলতে হলে অনুশীলন প্রয়োজন। গিলের প্রতিভা আছে। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ছন্দে থাকতে হবে ওকে।’’

ময়ঙ্ককেই ওপেনার হিসাবে দেখছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘ঘরের মাঠে প্রচুর রান করে ময়ঙ্ক। নায়কের মতো ব্যাট করে দেশের মাঠে, কিন্তু বিদেশে রান পায় না। কিন্তু দেশের মাঠে শতরান বা দ্বিশতরান তাঁর ব্যাট থেকে পাওয়াই যায়। তাই ময়ঙ্কেরই ব্যাট করা উচিত। তিন নম্বরে হনুমা কোনও ভুল করেছে? দক্ষিণ আফ্রিকাতে সুযোগ পেয়ে সেখানেও রান করেছে। ওর সুযোগ পাওয়া উচিত।’’

ভারতের হয়ে পাঁচ নম্বরে শ্রেয়সকেই চাইছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে দারুণ ছন্দে ছিল শ্রেয়স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই শতরান করে। আমার মনে হয় রোহিত শর্মা, এবং বিরাট কোহলীকে নিয়ে এটাই হওয়া উচিত ভারতের প্রথম পাঁচ ব্যাটার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE