ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলেতে দুই ইনিংসেই শতরান করেছেন ঋষভ পন্থ। ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে তিনিই প্রথম এই রেকর্ড গড়েন। শুধু তাই নয়, আরও তিনটি নজির গড়েছেন পন্থ।
এক, কোনও দেশে সফরকারী দলের উইকেটরক্ষক হিসাবে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড গড়লেন পন্থ। টপকে গেলেন ইংল্যান্ডের লেস আমেস এবং জ়িম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারকে। আমেস ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে তিনটি শতরান করেছিলেন। ফ্লাওয়ার ভারতের মাটিতে একই সংখ্যক শতরান করেছিলেন। তাঁদের টপকে ইংল্যান্ডের মাটিতে চারটি শতরান করলেন পন্থ।
দুই, টেস্টে দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে বেশি রান করা উইকেটরক্ষকদের তালিকায় পন্থ চতুর্থ স্থানে। তিনি প্রথম ইনিংসে করেন ১৩৪ রান। দ্বিতীয় ইনিংসে করেন ১১৮ রান। দুই ইনিংস মিলিয়ে তিনি করেছেন ২৫২ রান। শীর্ষে রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম ইনিংসে ১৪২ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৯৯ রানে অপরাজিত ছিলেন। অর্থাৎ, মোট ৩৪১ রান করেছিলেন ফ্লাওয়ার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও তিনিই। ভারতের বিরুদ্ধে এক বার দুই ইনিংস মিলিয়ে ২৮৭ এবং অন্য ম্যাচে ২৫৩ রান করেছিলেন ফ্লাওয়ার। এগুলি টপকাতে পারেননি পন্থ।
তিন, ইংল্যান্ডে শেষ পাঁচটি ইনিংসেই অর্ধশতরান পার করেছেন পন্থ। ৫০, ১৪৬, ৫৭, ১৩৪ এবং ১১৮। ইংল্যান্ডের মাটিতে সফরকারী দলের সপ্তম ব্যাটার হিসাবে এই নজির গড়লেন তিনি।