টেস্ট ক্রমতালিকায় এক নম্বর বোলার তিনি। অনেকেই তাঁকে ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা পেসার বলেন। ভারতের তিন ফরম্যাটেই তিনি গুরুত্বপূর্ণ সদস্য। লাল বল হোক বা সাদা বল— সহজেই ইনসুইং ও আউটসুইং করতে পারেন জসপ্রীত বুমরাহ। তার জন্য অ্যাকশনও বদলাতে হয় না তাঁকে। কী ভাবে তা করেন তিনি? নিজের বোলিংয়ের রহস্য ফাঁস করলেন বুমরাহ।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন ‘স্কাই স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বোলিং রহস্য ফাঁস করেছেন বুমরাহ। তিনি বলেন, “আমি অন্যদের থেকে একটু আলাদা। বল ছাড়ার সময় আমি তর্জনীর ব্যবহার করি না। মধ্যমার ব্যবহার করি। মধ্যমার সাহায্যে বল ঠেলার চেষ্টা করি।”
আউটসুইং ও ইনসুইংয়ের ক্ষেত্রে তিনি কী ভাবে বল ছাড়েন তা-ও জানিয়েছেন বুমরাহ। ভারতীয় পেসার বলেন, “আউটসুইংয়ের ক্ষেত্রে বলের সিম স্লিপের দিকে থাকে। ইনসুইংয়ের ক্ষেত্রে লেগস্লিপের দিকে সিম থাকে। কিন্তু আমার অ্যাকশনটাই এমন যে তাতে খুব একটা বদল করা যায় না। যা করতে হয় আঙুলের সাহায্যে।”
আরও পড়ুন:
পাশাপাশি বোলিং ক্রিজ়ের ব্যবহারও করেন বুমরাহ। কখনও উইকেটের কাছে যান। কখনও ক্রিজ়ের বাইরের দিক থেকে বল ছাড়েন। ভারতীয় পেসার বলেন,“যে হেতু আমার অ্যাকশন বদলানো যায় না, তাই আমাকে ক্রিজ়ের ব্যবহার করতে হয়। শুরু থেকেই আমি এ ভাবে বল করি। এত বছর ধরে তার ধার আরও বেড়েছে। ব্যাটারের পরিকল্পনা বুঝে সেই অনুযায়ী বল করার চেষ্টা করি।”
হেডিংলেতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। কেরিয়ারে ১৪ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে ১২ বার বিদেশের মাটিতে। তিনি ছাড়া এই কীর্তি রয়েছে কপিল দেবের। তিনিও বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন।