আইপিএল যে দেশের বাইরে চলে যাবে, এমন কোনও সম্ভাবনা আপাতত একেবারেই নেই। কিন্তু প্রতিযোগিতা মাঝপথে স্থগিত হয়ে যেতেই এগিয়ে এল ইংল্যান্ড। তারা জানিয়েছে, বাকি আইপিএল আয়োজন করতে ইচ্ছুক তারা। ভারতীয় বোর্ড অবশ্য এই ব্যাপারে কিছু জানায়নি। ঘটনা হল, পাকিস্তানেও বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তান সুপার লিগ। তারা নিজে থেকে চেয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে প্রতিযোগিতা হোক। কিন্তু আমিরশাহি সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এই প্রতিযোগিতার ভবিষ্যৎ।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হলে আইপিএলের বাকি ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে প্রস্তুত তারা। ইংল্যান্ড বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সে দেশের প্রাক্তন অধিনায়ক ও ধারাভাষ্যকর মাইকেল ভন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘ভাবছিলাম আইপিএলের বাকি ম্যাচ ইংল্যান্ডে আয়োজন করা যায় কি না। আমাদের যথেষ্ট সংখ্যক মাঠ রয়েছে। ভারতীয় ক্রিকেটারেরা টেস্ট সিরিজ়ের জন্য থেকে যেতেও পারবেন।’’ ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে ২০ জুন থেকে। সেখানে পাঁচটি টেস্ট খেলার কথা দুই দলের।
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে ভারতীয় বোর্ড শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। তার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এখনও ১৭টি ম্যাচ বাকি। তার মধ্যে লিগ পর্বের ১৩টি, প্লে-অফের তিনটি এবং ফাইনাল ম্যাচ রয়েছে।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার পঠানকোটে পাকিস্তান আক্রমণ করে। তার পরেই ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। মাঠের বাতিস্তম্ভ নিবিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। পর দিনই আইপিএল এক সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২১:২১
অর্ধশতরান ঈশানের, হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠতে বেঙ্গালুরুর দরকার ২৩২ রান -
১৮:১৫
নির্বাসিত দিগ্বেশ, তবু লখনউয়ের ম্যাচে দেখা গেল ‘নোটবুক সেলিব্রেশন’, কে করলেন? -
১৩:৩৫
প্লে-অফে নামার আগে পঞ্জাবের মালিকদের মধ্যে গোলমাল! প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে মামলা করে দিলেন প্রীতি জ়িন্টা -
১০:৫৪
গুজরাতের হারে সুবিধা বাকি তিন দলের, কোন অঙ্কে প্রথম দুইয়ে শেষ করতে পারে পঞ্জাব, বেঙ্গালুরু, মুম্বই -
২৩:৪১
গোয়েন্কার আবদার রাখলেন পন্থেরা, শীর্ষে থাকা গুজরাতকে ধাক্কা বিদায় নেওয়া লখনউয়ের