টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি অবসর নেওয়ায় ভারতীয় দলে এক জন ওপেনারের জায়গা ফাঁকা হয়েছে। রোহিতের জায়গা নেওয়ার জন্য তৈরি পাঁচ ক্রিকেটার। কোন কোন ক্রিকেটারের উপর ভরসা রাখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড?
শুভমন গিল
এত দিন টেস্টে ওপেন করছিলেন রোহিত এবং যশস্বী জয়সওয়াল। শুভমন গিলকে খেলানো হচ্ছিল তিন নম্বরে। রোহিত অবসর নেওয়ায় ওপেনিংয়ে ফিরতে পারেন শুভমন। ২৫ বছরের পঞ্জাবতনয় ওপেনার হিসাবে খেলতেই পছন্দ করেন। সাদা বলের ক্রিকেটে তাঁকে ওপেনার হিসাবেই দেখা যায়। লাল বলের ক্রিকেটেও একটা সময় ওপেন করতেন। কিন্তু টেস্টে শেষ কয়েকটি ম্যাচে রান পাননি তিনি। গড় ৩০-এর নীচে। রোহিত অবসর নেওয়ায় শুভমনকে অধিনায়ক করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। বাড়তি দায়িত্ব পেলে তাঁর ব্যাটে যে রান আসে সেটা আইপিএলে দেখা গিয়েছে। ভারতীয় দলের নেতৃত্ব পেলে শুভমনের ব্যাটেও রান ফিরবে বলে আশা করা যেতে পারে।
আরও পড়ুন:
লোকেশ রাহুল
টেস্টে এক সময় রোহিতের সঙ্গে ওপেন করতেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়া সফরেও রাহুলকে ওপেন করতে দেখা গিয়েছিল। যদিও তিনি মিডল অর্ডারেও খেলতে পারেন। কিন্তু অনভিজ্ঞ যশস্বীর সঙ্গে অভিজ্ঞ রাহুলকে খেলানোর কথা ভাবতে পারে দল। সে ক্ষেত্রে তিন নম্বরে শুভমনকেই রাখা হবে। রোহিত থাকাকালীন মাঝেমধ্যেই ব্যাটিং অর্ডার বদল হত রাহুলের। এখন তাঁকে ওপেনার হিসাবে স্বাধীন দায়িত্ব দেওয়ার সুযোগ পাবেন নির্বাচকেরা। ৫৮টি টেস্টে ৩২৫৭ রান করেছেন রাহুল। ইংল্যান্ডে এক জন অভিজ্ঞ ওপেনার চাইলে তাঁর উপর দায়িত্ব দেওয়া যেতেই পারে।
সাই সুদর্শন
প্রথম একাদশে রোহিতের জায়গায় শুভমন বা রাহুলের মধ্যে এক জনকে ওপেনার হিসাবে দেখার সম্ভাবনা বেশি। এক জন ওপেন করলে অন্য জনকে দেখা যেতে পারে তিন নম্বরে। সে ক্ষেত্রে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ়ের জন্য তৃতীয় ওপেনার নিয়ে যেতে চাইবে ভারত। সেই দৌড়ে ঢুকে পড়বেন সাই সুদর্শন। ঘরোয়া ক্রিকেটে ফর্মে রয়েছেন ২৩ বছরের বাঁহাতি ওপেনার। আগামী দিনের তারকা ধরা হচ্ছে তাঁকে। যশস্বীর সঙ্গে সুদর্শনকে জুড়ে দেওয়া হতে পারে। আইপিএলেও নিয়মিত রান করছেন সুদর্শন। তাঁর পক্ষে কথা বলবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা। সাসেক্সের হয়ে ইংল্যান্ডের মাঠে খেলেছেন তিনি। ইংল্যান্ড সফরে তাই পাল্লা ভারী সুদর্শনের। ভবিষ্যতের কথা ভেবে দল গড়তে চাইলে সুদর্শনকে ভাবতেই পারে দল।
অভিমন্যু ঈশ্বরণ
ধারাবাহিক ভাবে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেও ভারতীয় দলের দরজা খোলেনি বাংলার ওপেনারের জন্য। নিয়মিত রান করে দলে ডাক পেয়েছেন, কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি। ২৯ বছরের অভিমন্যুকে বর্ডার-গাওস্কর ট্রফিতেও দলে রেখেছিল ভারত। রোহিত প্রথম টেস্ট না খেলায় ভাবা হয়েছিল, সুযোগ পাবেন অভিমন্যু। কিন্তু তা হয়নি। রাহুলকে ওপেন করতে পাঠিয়েছিল ভারত। সেই পরিকল্পনা কাজেও লেগেছিল। এখন রোহিত নেই, সেই জায়গায় অভিমন্যুকে দলে নেওয়া হতে পারে। তবে প্রথম একাদশে জায়গা পাবেন কি না তা নিশ্চিত নয়।
রুতুরাজ গায়কোয়াড়
সুযোগ পাওয়ার দৌড়ে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়ও। চোটের কারণে এ বারের আইপিএলে খেলতে পারছেন না। সাদা বলের ক্রিকেটে সে ভাবে নিজের জায়গা করতে পারেননি। কিন্তু টেস্ট ক্রিকেটে জায়গা পেতেই পারেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮ ম্যাচে ২৬৩২ রান করেছেন। সাতটি শতরানও করেছেন। ওপেনার হিসাবে ভারতীয় ডাক পাওয়ার দৌড়ে থাকবেন। তবে তাঁর চোট সেরেছে কি না সেই দিকে নজর থাকবে।