This Colombian couple lives in a manhole since 22 years! dgtl
২২ বছর ধরে ড্রেনের মধ্যেই থাকেন এই দম্পতি!
ম্যানহোলের ঢাকনাটা খোলাই থাকে সারা বছর। তার নীচেই লালিত হয় এক জোড়া সুখ-স্বপ্ন। রোজ ঘুম ঘুম চোখ খুলে দেখেন উপরে ছোট্ট গোল আকাশ। আর ম্যানহোলের নীচে তাঁদের আস্ত সংসার। সেটাই এই দম্পতির ভালবাসার ঠিকানা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কলম্বিয়ার মেডেলিনের রাস্তায় ৪.৫ ফুট বাই ১০ ফুট ম্যানহোল। ৬.৫ ফুট গভীর। ম্যানহোলের ঢাকনাটা <br> খোলাই থাকে ৩৬৫ দিন। পথ চলতি মানুষও জানেন ওটা আসলে মারিয়া-মিগুয়েলের বাড়ি!
০২১০
৬২ বছরের মিগুয়েল তাঁর একমাত্র পোষ্য ব্ল্যাকি আর স্ত্রী মারিয়ার সঙ্গে এই ড্রেনেই থাকেন ২২ বছর ধরে।
০৩১০
একটা সময় দু’জনেই ড্রাগ পাচারকারী দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন।
০৪১০
নেশায় আসক্ত ছিলেন মারিয়া-মিগুয়েলও। কিন্তু একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর সেই অন্ধকার জীবন ছেড়ে বেরিয়ে আসেন।
০৫১০
প্রেম, বিয়ে সবটাই হল। কিন্তু মারিয়া-মিগুয়েল থাকবেন কোথায়? থাকার জায়গা যে নেই কারও!
০৬১০
যাতায়াতের পথে এই শুকনো পরিত্যক্ত ড্রেনটা দেখেই পছন্দ হয়ে যায় তাঁদের। ঠিক করেন ম্যানহোলের মধ্যেই সাজিয়ে তুলবেন নিজেদের সংসার।
০৭১০
যেমন ভাবা তেমনই কাজ। ড্রেনের মধ্যেটা পরিষ্কার করে সেটাকেই থাকার উপযোগী করে তুললেন মারিয়া-মিগুয়েল।
০৮১০
বিদ্যুতের কানেকশন থেকে ছোট্ট কিচেন, বিছানা, র্যাক, টিভি সবটাই রয়েছে এই সংসারে। <br> বাতিল সিডি ড্রেনের দেওয়ালে লাগিয়ে ঘরের অন্দরসজ্জাও করেছেন তাঁরা।
০৯১০
শুধু তাই নয়, যে কোনও অনুষ্ঠানে নিজেদের ম্যানহোলের সংসারকে সুন্দর করে সাজিয়ে তোলেন তাঁরা। ক্রিসমাসের সময় ম্যানহোলের <br> বাইরে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, জিঙ্গল বেল কোনওটাই বাদ দেননি মারিয়া-মিগুয়েল।
১০১০
তাঁরা না থাকলে ‘ম্যানহোল-বাড়ি’ পাহারা দেয় তাঁদের পোষ্য ব্ল্যাকি।