Advertisement
০৬ জুলাই ২০২৫
Rishabh Pant vs MS Dhoni

সেঞ্চুরিতে টপকালেন অর্ধেকের কম ম্যাচে, এগিয়ে গড়, ছক্কাতেও! ধোনির চেয়ে কি এগিয়ে পন্থ? কী বলছে টেস্ট পরিসংখ্যান?

সত্যিই কি টেস্টে ধোনিকে ছাপিয়ে গিয়েছেন পন্থ? দেখে নেওয়া যাক কী বলছে পরিসংখ্যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১০:০০
Share: Save:
০১ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

এক জন দেশের অন্যতম সফল অধিনায়ক। তাঁর নেতৃত্বে একাধিক বিশ্বকাপ জিতেছে ভারত। উইকেটের পিছনেও তাঁর ক্ষিপ্রতা অনস্বীকার্য। অন্য জন তাঁর উত্তরসূরি, বর্তমানে ভারতের উইকেটরক্ষকের দায়িত্বে। প্রথম জন মহেন্দ্র সিংহ ধোনি। আর দ্বিতীয় জন ঋষভ পন্থ।

০২ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছেন তিন ভারতীয়— ষশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন রাহুল এবং পন্থ।

০৩ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

বাঁহাতি পন্থ জোড়া শতরান করতেই ধোনির সঙ্গে তাঁর শুরু হয়েছে তুলনা। সেই আলোচনায় ইন্ধন জুগিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। দাবি করেছেন, টেস্টে ধোনির চেয়ে এগিয়ে উইকেটরক্ষক-ব্যাটার পন্থ।

০৪ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

তাঁর দাবির সপক্ষে যুক্তিও দিয়েছেন ভারতের প্রাক্তন ডানহাতি ব্যাটার। তাঁর মতে, ভারতের পিচে থাকলেও বিদেশে কঠিন পিচে ধোনির খুব বেশি শতরান নেই। আর এখানেই ধোনির চেয়ে এগিয়ে পন্থ।

০৫ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

কিন্তু সত্যিই কি টেস্টে ধোনিকে ছাপিয়ে গিয়েছেন পন্থ? দেখে নেওয়া যাক কী বলছে পরিসংখ্যান।

০৬ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

২০১৮ সালের ১৮ অগস্ট নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট কেরিয়ার শুরু হয় পন্থের। ২৪ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন তিনি। বিরাট কোহলির দাপটে সে টেস্ট জেতে ভারত।

০৭ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

এর পর কেটে গিয়েছে সাত বছর। ইতিমধ্যে ৪৩টি টেস্ট খেলে ফেলেছেন পন্থ। লিডসে ৪৪তম টেস্ট খেলছেন তিনি। এই ম্যাচেই টেস্ট কেরিয়ারের অষ্টম শতরানটি করেছেন বাঁহাতি ব্যাটার।

০৮ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

অন্য দিকে ধোনির টেস্ট অভিষেক ২০০৫ সালের ২ ডিসেম্বর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ৩০ রান করেন মাহি। যদিও সেই ম্যাচ অমীমাংসিত থাকে।

০৯ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

কেরিয়ারে ৯০টি টেস্টে ১৪৪টি ইনিংস খেলেছেন ধোনি। করেছেন ৪৮৭৬ রান। এর জন্য তিনি নিয়েছেন ৮২৪৯ বল।

১০ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

ঋষভ পন্থ ইতিমধ্যে ৪৩টি টেস্ট খেলে ফেলেছেন। লিডসে কেরিয়ারের ৪৪তম টেস্ট খেলছেন তিনি। এখনও পর্যন্ত ৩২০০ রান করেছেন তিনি।

১১ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

টেস্টে ডানহাতি ধোনির ব্যাটিং গড় ৩৮.০৯। সেখানে বাঁহাতি পন্থের ব্যাটিং গড় ৪৪-এর বেশি।

১২ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

সর্বোচ্চ স্কোরে অবশ্য বেশ খানিকটা এগিয়ে রয়েছেন ধোনি। তাঁর সর্বোচ্চ স্কোর ২২৪। সেখানে পন্থের সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৯।

১৩ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

স্ট্রাইক রেটে অবশ্য বেশ খানিকটা এগিয়ে রয়েছেন পন্থ। টেস্টে যেখানে ধোনির স্ট্রাইক রেট ৫৯.১১, সেখানে পন্থের স্ট্রাইক রেট প্রায় ৭৫।

১৪ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

চলতি টেস্টে ছক্কার সংখ্যাতেও ধোনিকে টপকে গিয়েছেন পন্থ। কেরিয়ারে ধোনি ওভার বাউন্ডারি মেরেছেন ৭৮টি। পন্থ এখনও পর্যন্ত ছক্কা মেরেছেন ৮২টি।

১৫ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

তবে বাউন্ডারির সংখ্যায় অনেকটাই এগিয়ে ধোনি। কেরিয়ারে ৫৪৪টি বাউন্ডারি মেরেছেন তিনি। সেখানে এখনও পর্যন্ত ৩৪৭টি বাউন্ডারি মেরেছেন পন্থ।

১৬ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

হাফ সেঞ্চুরির নিরিখেও পিছিয়ে রয়েছেন পন্থ। ধোনির যেখানে রয়েছে ৩৩টি অর্ধশতরান, সেখানে পন্থের রয়েছে ১৫টি।

১৭ ১৭
Statistical comparison between Mahendra Singh Dhoni and Rishabh Pant

তবে পন্থ এখনও অনেক দিন খেলবেন বলে ধরে নেওয়াই যায়। ফলে তিনি অগ্রজকে সব ক্ষেত্রেই টপকে যাবেন বলে মনে করেন বেশির ভাগ ক্রিকেট বিশেষজ্ঞ।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy