Advertisement
০৪ নভেম্বর ২০২৪

বাঙালির রসগোল্লা আবিষ্কার পর্তুগিজদের হাত ধরে? জেনে নিন

প্রায় দু’বছরের দড়ি টানাটানির পর শেষ হাসিটা বাংলাই হেসেছে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই)-এর সিলমোহর দিয়ে জানিয়েছে রসগোল্লা বাংলারই। আসুন জেনে নেওয়া যাক রসগোল্লার ইতিহাস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ১৮:৩২
Share: Save:
০১ ০৭
জিআই কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে: রসগোল্লার বয়স খুব বেশি হলে ১৫০ বছর। বাগবাজারের নবীন দাশ বা ফুলিয়ার হারাধন ময়রাদের হাতে তার শ্রীবৃদ্ধি।

জিআই কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে: রসগোল্লার বয়স খুব বেশি হলে ১৫০ বছর। বাগবাজারের নবীন দাশ বা ফুলিয়ার হারাধন ময়রাদের হাতে তার শ্রীবৃদ্ধি।

০২ ০৭
ইতিহাস বলছে আধুনিক রসগোল্লা ১৮৬৮ সালে বাগবাজার নিবাসী নবীনচন্দ্র দাশ প্রথম তৈরি করেছিলেন।

ইতিহাস বলছে আধুনিক রসগোল্লা ১৮৬৮ সালে বাগবাজার নিবাসী নবীনচন্দ্র দাশ প্রথম তৈরি করেছিলেন।

০৩ ০৭
১৯৮৭ সালে প্রকাশিত ইতিহাসবিদ প্রণব রায়ের লেখা ‘বাংলার খাবার’ বইটিতে ভিন্ন মত রসগোল্লার প্রস্তুত করা নিয়ে। সেখানে বলা হয়েছে যে, ১৮৬৬ সালে কলকাতার ব্রজ ময়রা রসগোল্লা তৈরি করেছিলেন।

১৯৮৭ সালে প্রকাশিত ইতিহাসবিদ প্রণব রায়ের লেখা ‘বাংলার খাবার’ বইটিতে ভিন্ন মত রসগোল্লার প্রস্তুত করা নিয়ে। সেখানে বলা হয়েছে যে, ১৮৬৬ সালে কলকাতার ব্রজ ময়রা রসগোল্লা তৈরি করেছিলেন।

০৪ ০৭
ইতিহাস অনুযায়ী ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময়ও রসগোল্লা নামক মিষ্টিটির অস্তিত্ব ছিল না।

ইতিহাস অনুযায়ী ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময়ও রসগোল্লা নামক মিষ্টিটির অস্তিত্ব ছিল না।

০৭ ০৭
১৯৩০-এর দশক থেকেই বাগবাজারের নবীন দাশের পুত্র কেসি দাশ-এর সংস্থার তরফে রসগোল্লা টিন-বন্দি করার প্রযুক্তি রপ্ত করা হয়।

১৯৩০-এর দশক থেকেই বাগবাজারের নবীন দাশের পুত্র কেসি দাশ-এর সংস্থার তরফে রসগোল্লা টিন-বন্দি করার প্রযুক্তি রপ্ত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE