Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Allan Border

বিশ্ব রানআউট একাদশে ভারতের মাত্র ২ জন

পছন্দ না হলেও বহু ব্যাটসম্যান আছেন যাঁদের প্রায়শই রান আউট হয়ে ক্রিজ ছাড়তে হয়েছে। এঁদের নিয়ে যদি প্রথম এগার বানান হয়, তাহলে কেমন হবে সেই টিম। দেখে নিন।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৮:০৫
Share: Save:
০১ ১১
বিজয় মার্চেন্ট: ১৯৩০-১৯৪০ এর সময় ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন মার্চেন্ট। কেরিয়ারে বহু বার রান আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

বিজয় মার্চেন্ট: ১৯৩০-১৯৪০ এর সময় ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন মার্চেন্ট। কেরিয়ারে বহু বার রান আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

০২ ১১
রাহুল দ্রাবিড়: রান আউট হওয়ার নিরিখে প্রথম সারিতে থাকবেন কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারও। টেস্ট ক্রিকেটে ১৪ বার রান আউট হয়েছেন দ্রাবিড়।

রাহুল দ্রাবিড়: রান আউট হওয়ার নিরিখে প্রথম সারিতে থাকবেন কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারও। টেস্ট ক্রিকেটে ১৪ বার রান আউট হয়েছেন দ্রাবিড়।

০৩ ১১
রিকি পন্টিং (সহ অধিনায়ক): বিশ্বকাপ জয়ী এই অজি তারকা ক্রিকেটারও ১৫ বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

রিকি পন্টিং (সহ অধিনায়ক): বিশ্বকাপ জয়ী এই অজি তারকা ক্রিকেটারও ১৫ বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

০৪ ১১
অ্যলান বর্ডার: ১২ বার নিজের কেরিয়ারে রান আউট হয়েছিলেন বর্ডার।

অ্যলান বর্ডার: ১২ বার নিজের কেরিয়ারে রান আউট হয়েছিলেন বর্ডার।

০৫ ১১
স্টিভ ওয়(অধিনায়ক): এই দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অটমেটিক চয়েস ওয়। ৭২ শতাংশ টেস্ট জেতার রেকর্ড আছে স্টিভের। তবে, এই স্টিভও বহু বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

স্টিভ ওয়(অধিনায়ক): এই দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অটমেটিক চয়েস ওয়। ৭২ শতাংশ টেস্ট জেতার রেকর্ড আছে স্টিভের। তবে, এই স্টিভও বহু বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

০৬ ১১
জই সোলমন: ১৯৫০ থেকে ১৯৬০-এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একের পর এক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জই। তবে, টেস্টে খেলা ম্যাচে ১৩ শতাংশ ম্যাচে রান আউট হয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

জই সোলমন: ১৯৫০ থেকে ১৯৬০-এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একের পর এক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জই। তবে, টেস্টে খেলা ম্যাচে ১৩ শতাংশ ম্যাচে রান আউট হয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

০৭ ১১
পিটার পোলক: এই প্রোটিয়া অলরাউন্ডারও রান আউটের শিকার হয়েছেন ৪ বার।

পিটার পোলক: এই প্রোটিয়া অলরাউন্ডারও রান আউটের শিকার হয়েছেন ৪ বার।

০৮ ১১
আফি জার্ভিস: এই অজি উইকেটরক্ষক বহু বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

আফি জার্ভিস: এই অজি উইকেটরক্ষক বহু বার রান আউট হয়েছেন নিজের কেরিয়ারে।

০৯ ১১
স্টুয়ার্ট ম্যাকগিল: রান আউট হওয়ার দিক থেকে পিছিয়ে নেই এই অজি বোলারও। কেরিয়ারে ৯ বার রান আউট হয়েছেন স্টুয়ার্ট।

স্টুয়ার্ট ম্যাকগিল: রান আউট হওয়ার দিক থেকে পিছিয়ে নেই এই অজি বোলারও। কেরিয়ারে ৯ বার রান আউট হয়েছেন স্টুয়ার্ট।

১০ ১১
রডনি হগ: নিজের কেরিয়ারে মোট ৭ বার রান আউট হতে হয়েছে হগকে।

রডনি হগ: নিজের কেরিয়ারে মোট ৭ বার রান আউট হতে হয়েছে হগকে।

১১ ১১
ইকবাল কাসিম: ৭ বার রান আউট হয়েছেন ইকবাল কাসিম।

ইকবাল কাসিম: ৭ বার রান আউট হয়েছেন ইকবাল কাসিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE