Top five expensive transfer in football history dgtl
Neymar
নেমারের আগে রেকর্ড দামে বিক্রি হয়েছেন এঁরা
নেমারের সঙ্গে কখনও নাম জড়িয়েছে চিনা ক্লাবের আবার কখনও ইপিএলের দল গুলির। তবে, সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় মুদ্রায় ১৬৭৩ কোটি টাকায় বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জরমঁ-এ পারি দেন ব্রাজিলীয় তারকা নেমার।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ২০:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
পল পোগবা: ২০১৬ সালে ১০ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময় তিন বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন ফরাসি জাতীয় দলের তারকা মিডফিল্ডার পল পোগবা।ছবি: এএফপি।
০২০৫
গ্যারেথ বেল: টোটেনহ্যামের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০১৩ সালে ১০ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে রিয়াল মাদ্রিদে সই করেন বেল। ছবি: এএফপি।
০৩০৫
ক্রিস্টিয়ানো রোনাল্ডো: ২০০৯ সালে তৎকালীন রেকর্ড ৯ কোটি ৪০ লক্ষ টাকায় ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে সান্তিয়াগো বার্নাবৌতে পাকাপাকি ভাবে পা রেখেছিলেন রোনাল্ডো। ছবি: এএফপি।
০৪০৫
গঞ্জালো হিগুয়েন: ২০১৩ সালে ৯ কোটি টাকার বিনিময় রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলিতে যোগ দেন আর্জেন্টাইন সুপারস্টার। ছবি: এএফপি।
০৫০৫
রোমেলু লুকাকু: চলতি মরসুমে ৮ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে এভার্টন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করেন এই বেলজিয়ান ফুটবলার। ছবি: এএফপি।