আইপিএলে বিতর্ক এবং নেস ওয়াদিয়া যেন দুই সমার্থক শব্দ। ২০০৯ সালে কিঙ্গস ইলেভেন পঞ্জাবের দুই মালিক নেস এবং মোহিত বর্মণের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন সহারা গ্রুপের অন্যতম কর্তা অজয় গুপ্তর পুত্রবধু। তাঁর ব্যক্তিগত দেহরক্ষীরা মারধর করেন মোহিতকে। পরে ললিত মোদির হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হয়। নেসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন তাঁর প্রাক্তন বান্ধবী প্রীতি জিন্টাও। নেসের বিরুদ্ধে আদালতে অভিযোগও জানান তিনি।