এই পেসারদের বিষাক্ত বাউন্সারে ‘নক আউট’ হয়েছিলেন লারা, লয়েড, কার্স্টেনরা
যে গতি ও বাউন্সার বোলিংকে আকর্ষণীয় করেছে, সেটাই বহু বার খেলার মাঠ থেকে ছিটকে দিয়েছে বহু ব্যাটসম্যানকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ১৫:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ব্রেট লি: ২০০২ সালে পার্থ টেস্টে লি-র বাউন্সার শেষ করে দিয়েছিল ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যালেক্স টিউডরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার।
০২১০
ম্যালকম মার্শাল: অ্যান্ডি লয়েডের ক্রিকেট কেরিয়র শেষ করে দিয়েছিল মার্শালের বাউন্সার। মার্শালের বাউন্সার সোজা এসে লাগে হেলমেট না থাকা লয়েডের মাথায়। এর পর বেশ কিছু দিন হাসপাতালে কাটাতে হয় লয়েডকে।
০৩১০
শোয়েব আখতার: ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচে শোয়েবের বলে গুরুতর চোট পেয়েছিলেন গ্যারি কার্স্টেন।
০৪১০
গ্লেন ম্যাকগ্রা: ১৯৯৩ সালে ম্যাকগ্রার বলে চোট লেগে মাঠে পড়ে গিয়েছিলেন পিটার কার্স্টেন।
০৫১০
শোয়েব আখতার: ২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শোয়েবের বাউন্সার সোজা গিয়ে লাগে লারার হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন এই ক্যারিবিয়ান কিংবদন্তি।