IPL 2018: Probable eleven for Kings XI Punjab against DD dgtl
IPL 11
দিল্লির বিরুদ্ধে একটিই পরিবর্তন, কেমন হবে পঞ্জাবের প্রথম একাদশ
দিল্লির বিরুদ্ধে আইপিএলে আজ মাঠে নামছেন গেলরা। আগের ম্যাচে নাইটদের উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে পঞ্জাবের। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে পঞ্জাবের প্রথম একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১২:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
দিল্লির বিরুদ্ধে আইপিএলে আজ মাঠে নামছেন গেলরা। আগের ম্যাচে নাইটদের উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে পঞ্জাবের। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে পঞ্জাবের প্রথম একাদশ।
০২১২
ক্রিস গেল: এই মুহূর্তে ফর্মের তুঙ্গে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গেল-এর বিকল্প ভাবার কোনও প্রশ্নই নেই।
০৩১২
লোকেশ রাহুল: গেলের মতোই দারুন ফর্মে। কলকাতার বিরুদ্ধেও অসাধারণ খেলেছেন। দিল্লির বিরুদ্ধে রাহুলই গেলের সঙ্গে সূচনা করবেন ইনিংসের।
০৪১২
ময়াঙ্ক অগ্রবাল: আগের ম্যাচে ব্যাট করার তেমন সুযোগ আসেনি। তবে ব্যাট হাত দলের অন্যতম ভরসা। এ দিন দলে ময়াঙ্কের থাকা কার্যত নিশ্চিত।
০৫১২
করুণ নায়ার: মিডল অর্ডারের অন্যতম ভরসা। এই ম্যাচে বাদ পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই।
০৬১২
অ্যারন ফিঞ্চ: অজি ক্রিকেটারটির উপর বিশেষ ভরসা পঞ্জাবের। টি-২০ ম্যাচে সব সময়েই ভয়ঙ্কর। দ্রুত রান তোলার ক্ষমতাও রয়েছে। তবে এখনও পর্যন্ত পরিচিত ফিঞ্চের ঝলক দেখা যায়নি।
০৭১২
যুবরাজ সিংহ: তেমন ভাল খেলতে পারছেন না। যদিও অভিজ্ঞতার নিরিখে দলে থেকে যেতে পারেন। তবে, মার্কাস স্টোইনিসের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
০৮১২
রবিচন্দ্রন অশ্বিন: অধিনায়ক অশ্বিনের বোলিং ফর্ম নিয়ে কোনও প্রশ্ন নেই। বাড়তি পাওনা অবশ্যই তাঁর ব্যাটিং।
০৯১২
অ্যান্ড্রু টাই: বোলিংয়ের অনেকটাই নির্ভর করছে টাইয়ের উপর। গত ম্যাচে দুটি উইকেটও পেয়েছেন। যথেষ্ট ভাল বলও করেছেন। ফলে এ ম্যাচে তাঁর বাদ পড়ার সম্ভাবনা নেই।
১০১২
মোহিত শর্মা: কলকাতার বিরুদ্ধে বারিন্দর স্রান তেমন সাফল্য পাননি। ফলে দিল্লির বিরুদ্ধে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে দলে আসতে পারেন গত ম্যাচে চোটের জন্য বাইরে থাকা মোহিত শর্মা।