Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Gautam Gambhir

ভারতীয় দলে তাঁর সেরা পাঁচ বন্ধুর নাম বললেন গম্ভীর

নিজের জন্মদিনের দিন ভারতীয় দলে কাটানো সময় থেকে নিজের অন্যতম প্রিয় বন্ধু, ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলা মেলা গম্ভীর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১৮:১৩
Share: Save:
০১ ০৫
গৌতম গম্ভীরের সেরা পাঁচ বন্ধু: বীরেন্দ্র সহবাগ, অমিত মিশ্র, যুবরাজ সিংহ, ইশান্ত শর্মা, মুনাফ পটেল।

গৌতম গম্ভীরের সেরা পাঁচ বন্ধু: বীরেন্দ্র সহবাগ, অমিত মিশ্র, যুবরাজ সিংহ, ইশান্ত শর্মা, মুনাফ পটেল।

০২ ০৫
অমিত মিশ্র: গম্ভীরের অন্যতম ভাল বন্ধু অমিত মিশ্র। গম্ভীর জানান তিনি এবং অমিত এক সঙ্গেই বেড়ে উঠেছেন। প্র্যাক্টিসও করতেন একই সঙ্গে।

অমিত মিশ্র: গম্ভীরের অন্যতম ভাল বন্ধু অমিত মিশ্র। গম্ভীর জানান তিনি এবং অমিত এক সঙ্গেই বেড়ে উঠেছেন। প্র্যাক্টিসও করতেন একই সঙ্গে।

০৩ ০৫
বিরাটের সঙ্গে সম্পর্ক: গম্ভীর জানান মাঠের মধ্যে এই আচরণ খুবই স্বাভাবিক। দু’জনেই দিল্লিবাসী হওয়ায় অত্যন্ত আগ্রাসী। এর মধ্যে কোনও ভুল নেই। এই আচরণকে ব্যক্তিগত ভাবে না নিলেই হল।

বিরাটের সঙ্গে সম্পর্ক: গম্ভীর জানান মাঠের মধ্যে এই আচরণ খুবই স্বাভাবিক। দু’জনেই দিল্লিবাসী হওয়ায় অত্যন্ত আগ্রাসী। এর মধ্যে কোনও ভুল নেই। এই আচরণকে ব্যক্তিগত ভাবে না নিলেই হল।

০৪ ০৫
ক্রিকেটার জীবনের সেরা মূহূর্ত: ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ এবং ২০০৭ টি২০ বিশ্বকাপ জেতা তাঁর কাছে মূল প্রাপ্তি।

ক্রিকেটার জীবনের সেরা মূহূর্ত: ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ এবং ২০০৭ টি২০ বিশ্বকাপ জেতা তাঁর কাছে মূল প্রাপ্তি।

০৫ ০৫
দিল্লির অবদান: গম্ভীর জানান, তাঁর সাফল্যের পিছনে দিল্লির অবদান অনস্বীকার্য। তাঁর মতে, দিল্লিই তাঁকে শিখিয়েছে খেলার মাঠে আক্রমণাত্মক এবং আগ্রাসী হওয়া কতটা জরুরি। যার সুফল পরবর্তী সময় মাঠে পেয়েছেন তিনি।

দিল্লির অবদান: গম্ভীর জানান, তাঁর সাফল্যের পিছনে দিল্লির অবদান অনস্বীকার্য। তাঁর মতে, দিল্লিই তাঁকে শিখিয়েছে খেলার মাঠে আক্রমণাত্মক এবং আগ্রাসী হওয়া কতটা জরুরি। যার সুফল পরবর্তী সময় মাঠে পেয়েছেন তিনি।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE