২০ ওভারে ২০৩। এবং ২৮ রানে জয়। রবিবার টি২০ ক্রিকেটে নিজেদের পঞ্চম সর্বোচ্চ স্কোর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। এক নজরে দেখে নেওয়া যাক টি২০ ক্রিকেটে ভারতের সেরা পাঁচ স্কোর।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৩ রান তোলে বিরাটের ভারত। ২৮ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
০২০৫
২০০৯-এর ১২ ডিসেম্বর মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১১ রান করে টিম ইন্ডিয়া । এই ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারতে হয় শ্রীলঙ্কাকে।। এটা ভারতের চতুর্থ সর্বোচ্চ স্কোর।
০৩০৫
তালিকার তিন নম্বরে ২০০৭-এর ১৯ সেপ্টেম্বর ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮ রান। ম্যাচটি ১৮ রানে জিতে নেয় ভারত।
০৪০৫
২০১৬ সালের ২৭ অগস্ট আমেরিকার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেটে ২৪৪ রান তোলে ভারত। যদিও ম্যাচটি জিততে পারেনি মহেন্দ্র সিংহ ধোনির দল। ১ রানে হেরে যায় তাঁরা। টি২০-তে এটাই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
০৫০৫
২০১৭ সালের ২২ ডিসেম্বর ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে ভারত। ম্যাচটি ৮৮ রানে জিতে নেয় টিম ইন্ডিয়া। টি২০-তে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর।