Allison Stokke: Top athlete, Pole vaulter became an internet sensation dgtl
Allison Stokke
ইন্টারনেট কাঁপাচ্ছেন এই মার্কিন অ্যাথলিট, কেন বলুন তো
অ্যালিসন স্টকে। সফল এই মার্কিন অ্যাথলিট রাতারাতি ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে ওঠেন একটি ছবির দৌলতে। এর ফলে অনেকটাই বদলে যায় তাঁর জীবন। আসুন জেনে নিন কী ভাবে।
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ১৫:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
অ্যালিসন স্টকে। সফল এই মার্কিন অ্যাথলিট রাতারাতি ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে ওঠেন একটি ছবির দৌলতে। এর ফলে অনেকটাই বদলে যায় তাঁর জীবন।
জিমন্যাস্টিকে জাতীয় চ্যাম্পিয়ন দাদা ডেভিডকে দেখে অ্যাথলিট হিসেবে নিজেকে গড়ে তুলতে উত্সাহী হন অ্যালিসন স্টকে।
০৪০৮
পোল ভল্টে কিশোরী অ্যালিসনের টাইমিং, দক্ষতা নজর কাড়ে জাতীয় নির্বাচকদেরও। হাইস্কুলে পড়াকালীন তিনি হয়ে ওঠেন দেশের একজন অন্যতম সেরা ভল্টার।
০৫০৮
২০০৪-এ মাত্র ১৫ বছর বয়সেই অ্যালিসন জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা জেতেন ১২.৬ ফুট রেকর্ডের সঙ্গে। ১৩.৫ ফুটের রেকর্ড ভল্ট-সহ ১০টি সেরা জাতীয় রেকর্ড রয়েছে তাঁর দখলে।
০৬০৮
২০০৭-এ নিউ ইয়র্কে একটি অ্যাথলিট মিট-এ অংশ নেন অ্যালিসন স্টকে। এই সময় তাঁর একটি ছবি কেউ পোস্ট করেন ইন্টারনেটে যা মুহূর্তের মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এর পর থেকে অ্যালিসন স্টকের জন্য ১০ লক্ষেরও বেশি বার সার্চ করা হয় ইন্টারনেটে।
০৭০৮
সে ছবির দৌলতে কয়েকশো চিত্রগ্রাহক, একাধিক বিজ্ঞাপনী সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করতে থাকেন ফটোশুটের জন্য। ভক্তদের চাপে একটা সময় অ্যালিসন ম্যানেজার নিয়োগ করতে বাধ্য হন।
০৮০৮
২০১৫-এ শেষমেশ নাইকি এবং এথলেটা সংস্থার বিজ্ঞাপনী ফটোশুটের প্রস্তাবে রাজি হয়ে যান অ্যালিসন স্টকে। নাইকি’র ফটোশুটে তাঁর ছবিও ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।