স্বচ্ছতার নিরিখে প্রথম স্থানে কর্নাটকের মাইসুরু।
স্বচ্ছ ভারত অভিযানের অধীনে স্বচ্ছ সর্বেক্ষণ ২০১৬ নামে একটি সমীক্ষা চালানো হয় দেশের বিভিন্ন শহরগুলিতে। পরিকাঠামো, পরিচ্ছন্নতা, পরিষেবা এবং যোগাযোগের ব্যবস্থার নিরিখে মোট ৭৩টি শহরে এই সমীক্ষাটি চালানো হয়। তাতে দু’টি ক্যাটাগরি রাখা হয়। সবচেয়ে স্বচ্ছ শহর কোনগুলি আর সবচেয়ে নোংরা শহর। সবচেয়ে উল্লেখযোগ্য, এই দু’টি ক্যাটাগরির কোনওটিতেই নেই কলকাতা।
আরও পড়ুন...
সামনে ভোট, পরিচ্ছন্নতার পরীক্ষায় বসলই না কলকাতা!
সমীক্ষায় সবচেয়ে ১০টি স্বচ্ছ শহরের নাম উঠে এসেছে। স্বচ্ছতার নিরিখে প্রথমে রয়েছে কর্নাটকের মহীশূর এবং দশম স্থানে রয়েছে গ্রেটার মুম্বই। আর কোন শহর কত স্থানে রয়েছে দেখে নেওয়া যাক এই গ্যালারিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy