চোখ-ধাঁধানো আহসান মঞ্জিল।
বাংলাদেশের চট্টগ্রাম এমন একটা জায়গা, যেখানে কার্যত, প্রতি মূহুর্তেই কথা বলে ইতিহাস। যার পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। তাই চট্টগ্রামে পা রাখলেই যেন কাঁটা দেয় গায়ে। এক রোমাঞ্চকর অনুভূতি তাড়িয়ে নিয়ে বেড়ায় সব সময়। তা সে আহসান মঞ্জিলই বলুন, বা অন্দর কেল্লা বা, চন্দনপুর মসজিদ। চট্টগ্রামের সোনা মসজিদ বা জিয়া মেমোরিয়াল মিউজিয়াম- কোথায় নেই ইতিহাস? সেই ইতিহাসের চট্টগ্রামের নানা ঐতিহাসিক জায়গা নিয়েই এই নজরকাড়া গ্যালারি।
আরও পড়ুন- চট্টগ্রাম হয়ে উঠছে ‘সাংহাই’, তাতে লাভ ঢাকারও
দেখুন গ্যালারি- যে সব পাহাড়চুড়োয় আজও পা রাখতে পারেনি মানুষ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy