Honor View 10 Huawei's online brand Honor set to launch in India dgtl
ভারতের বাজারে আসছে ‘হনর ভিউ ১০’, দেখুন কী কী রয়েছে এই ফোনে
ভারতের বাজারে এ বার ‘হনর ভিউ ১০’ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চিনা সংস্থা হুয়েই। ইতিমধ্যেই ফোনের রেজিস্ট্রেশন চালু করে দিয়েছে আমাজন। এক ঝলকে দেখে নিন কী কী ফিচার রয়েছে এই ফোনে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ১০:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
হুয়েই জানিয়েছে, জানুয়ারি ৮-এ রাত ১২টার পর থেকে আমাজনে হনর ভিউ ১০ বুক করতে পারবেন গ্রাহকেরা।
০২০৭
গত বছর নভেম্বর চিনে লঞ্চ করেছিল এই স্মার্টফোন। হুয়েই-র তরফে জানানো হয়েছে, ভারতের বাজারে ওয়ানপ্লাস ৫ এবং ওয়ানপ্লাস ৫টি-র সঙ্গে রীতিমতো পাল্লা দিতে চলেছে হনর ভিউ ১০।
০৩০৭
এই ফোনে থাকছে সুপারফাস্ট মোবাইল চিপ কিরিন ৯৭০ প্রসেসর। অ্যানড্রয়েড ওরিও ৮.০ ভার্সনের এই স্মার্টফোনের দাম পড়বে ২৯,৯৯৯ টাকা।
০৪০৭
৫.৯৯ ইঞ্চির ডিসপ্লের এই ফোনে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।
০৫০৭
ডুয়াল সিমের সুবিধাযুক্ত হনর ভিউতে থাকছে ১৬ এবং ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
০৬০৭
আধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনটিতে রয়েছে ৩৭৫০ এমএএইচ ব্যাটারি, ৯ভি-২ অ্যাম্পিয়ার কুইক চার্জার এবং ইউএসবি-সি ক্যাবল।